ঢাকা, বুধবার, ০১ মে ২০২৪, ১৮ বৈশাখ ১৪৩১ আপডেট : ১০ মিনিট আগে
শিরোনাম

বেঁচে যাওয়া ১৫ বাংলাদেশি দেশে ফিরেছেন

  জার্নাল ডেস্ক

প্রকাশ : ২১ মে ২০১৯, ১০:৩৭  
আপডেট :
 ২১ মে ২০১৯, ১০:৩৯

বেঁচে যাওয়া ১৫ বাংলাদেশি দেশে ফিরেছেন

ভূমধ্যসাগরে তিউনিসিয়া উপকূলে অভিবাসীবাহী নৌকাডুবির ঘটনায় বেঁচে যাওয়া ১৫ বাংলাদেশি দেশে ফিরেছেন। মঙ্গলবার ভোর সাড়ে ছয়টার দিকে তাদের বহনকারী টার্কিশ এয়ারলাইন্সের বিমানটি শাহজালাল আন্তর্জাতিক বিমান বন্দরে এসে পৌঁছে।

গত ১০ মে বিভিন্ন দেশ হয়ে লিবিয়া থেকে ইতালি যাওয়ার পথে ভূমধ্যসাগরের তিউনিসিয়া উপকূলে অভিবাসীবাহী নৌকাটি ডুবে যায়। এতে নিহত হন অন্তত ৬০ জন। নিহতদের বেশিরভাগই বাংলাদেশের নাগরিক। নৌকাডুবির ঘটনায় ১৫ বাংলাদেশি নাগরিককে উদ্ধার করে স্থানীয় কর্তৃপক্ষ।

উদ্ধারের পরপরই তাদের আশ্রয় হয় তিউনিসিয়ার উপকূলীয় শহর জার্জিসে। বাংলাদেশ সরকারের তৎপরতায় তারা দেশে ফিরছেন আজ।

বাংলাদেশ জার্নাল/এনএইচ

  • সর্বশেষ
  • পঠিত