ঢাকা, শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১ আপডেট : কিছুক্ষণ আগে
শিরোনাম

ছাত্রলীগ নেতার চাঁদাবাজির প্রতিবাদে ব্যবসায়ীদের বিক্ষোভ

  কুষ্টিয়া প্রতিনিধি

প্রকাশ : ১৭ জুন ২০১৯, ১৯:৪২

ছাত্রলীগ নেতার চাঁদাবাজির প্রতিবাদে ব্যবসায়ীদের বিক্ষোভ

কুষ্টিয়ার মিরপুরে চাঁদাবাজির বিরুদ্ধে ব্যবসায়ীরা বিক্ষোভ মিছিল, প্রতিবাদ সভা ও সড়ক অবরোধ করেছেন। সোমবার সকালে স্থানীয় ব্যবসায়ীরা দোকান বন্ধ করে কুষ্টিয়া-মেহেরপুর সড়কে বিক্ষোভ মিছিল, সড়ক অবরোধ ও প্রতিবাদ সভা করেন।

ব্যবসায়ীদের অভিযোগ, রোববার সকালে জেলা ছাত্রলীগের পরিবেশ বিষয়ক সম্পাদক এস কে চঞ্চলের নেতৃত্বে খোকন, রবিউল ইসলাম ও শফিকুর রহমান শফি মিরপুর উপজেলার নওপাড়া বাজারে মোটর মেকানিক্স রুবেলের দোকানে এসে চাঁদার দাবিতে মারধর করে। পরে তার কাছ থেকে ১২ হাজার টাকা ছিনিয়ে নেয়া হয়।

পরবর্তীতে স্থানীয় ব্যবসায়ীরা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।

এ ব্যাপারে বাজার কমিটির সভাপতি নাজমুল করিম সুফি ও সাধারণ সম্পাদক আব্দুল খালেক জানান, এস কে চঞ্চলের ধারাবাহিক চাঁদাবাজি কারণে স্থানীয় ব্যবসায়ীরা অতিষ্ঠ। চাঁদা দিতে অস্বীকৃতি জানালে চঞ্চল ও তার সহযোগিরা ব্যবসায়ীদের ওপর হামলা ও ব্যবসা প্রতিষ্ঠান ভাঙচুর করে।

এদিকে সড়ক অবরোধ চলাকালে যাত্রীরা দুর্ভোগে পড়ে। পরে মিরপুর থানার সেকেন্ড অফিসার এসআই বোরহান-উল-ইসলাম ঘটনাস্থলে হাজির হয়ে চাঁদাবাজদের দ্রুত আইনের আওতায় আনার প্রতিশ্রুতি দিলে ব্যবসায়ীরা অবরোধ তুলে নেন।

এ ব্যাপারে রুবেলের ভাই আল্লেক আলী বাদী হয়ে মিরপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।

বাংলাদেশ জার্নাল/আরকে

  • সর্বশেষ
  • পঠিত