প্রকাশ : ১৬ জুলাই ২০১৯, ২০:৪৫
ট্রলারে বজ্রপাত, ২০ ঘণ্টা পর মরদেহ উদ্ধার

বাগেরহাটের মোরেলগঞ্জে বজ্রপাতে ট্রলারডুবে নদীতে নিখোঁজ জেলে শিমুল গাজীর (২২) মরদেহ প্রায় ২০ ঘণ্টা পরে উদ্ধার করেছেন ফায়ার সার্ভিসের কর্মীরা।
|আরো খবর
মঙ্গলবার দুপুর ১টার দিকে পানগুছি ও বলেশ্বর নদীর মোহনায় লাশ ভাসতে দেখে পুলিশে খবর দেয় জেলেরা। পরে মোরেলগঞ্জ ফায়ার সার্ভিসের একটি ইউনিট শিমুল গাজীর মরদেহ উদ্ধার করে।
নিহত শিমুল গাজী কুমারখালী গ্রামের মৃত হাতেম গাজীর ছেলে।
সোমবার বিকেল ৫টার দিকে পানগুছি নদীতে মাছ শিকারের সময় বজ্রপাতে ট্রলার ডুবে নিখোঁজ হয়েছিলেন শিমুল গাজী।
এ বিষয়ে মোরেলগঞ্জ থানার ওসি কেএম আজিজুল ইসলাম বলেন, মঙ্গলবার দুপুরে পুলিশ ও ফায়ার সার্ভিসের একটি ইউনিট তার মরদেহ উদ্ধার করে স্বজনদের কাছে বুঝিয়ে দিয়েছে।
বাংলাদেশ জার্নাল/আরকে