প্রকাশ : ১৬ জুলাই ২০১৯, ২২:৩৩
প্রিন্ট
টমটম চালকের আত্মহত্যা

হবিগঞ্জ প্রতিনিধি
হবিগঞ্জে বিষপান করে আছকিল মিয়া (৫৫) নামে এক টমটম চালক আত্মহত্যা করেছেন। তবে তিনি কী কারণে আত্মহত্যা করেছেন তা জানা যায়নি।
|আরো খবর
মঙ্গলবার বেলা সাড়ে ১১টার দিকে এ ঘটনাটি ঘটে। আছকিল মিয়া সদর উপজেলার পশ্চিম ভাদৈ গ্রামের আব্দুল লতিবের ছেলে।
সকালে পরিবারের লোকজনের অগোচরে বিষপান করেন তিনি ছটফট করতে থাকেন। পরিবারের লোকজন বিষয়টি আঁচ করতে পেরে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
বিষয়টি নিশ্চিত করেছেন হবিগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাসুক আলী।
বাংলাদেশ জার্নাল/আরকে