ঢাকা, রোববার, ২৮ এপ্রিল ২০২৪, ১৫ বৈশাখ ১৪৩১ আপডেট : ১ মিনিট আগে
শিরোনাম

বিয়ে বন্ধ করে মুচলেকা নিলেন ইউএনও

  রামগঞ্জ (লক্ষ্মীপুর) প্রতিনিধি

প্রকাশ : ২০ আগস্ট ২০১৯, ১৫:৩৭

বিয়ে বন্ধ করে মুচলেকা নিলেন ইউএনও

লক্ষ্মীপুরের রামগঞ্জ উপজেলার পানিয়ালা উচ্চ বিদ্যালয়ের ৭ম শ্রেনীর ছাত্রী সায়মা আক্তার ঐশি (১৩) বাল্য বিয়ে বন্ধ করে বর ও কনের পিতা-মাতার ১০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ইউএনও মোসাম্মদ মুনতাসির জাহান। সোমবার বিকালে এঘটনা ঘটেছে।

একই সাথে প্রাপ্ত বয়স না হওয়ার পূর্বে বিয়ের কার্যক্রম বন্ধ রাখাতে কনে এবং কনের মা রিনা আক্তার রানীর লিখিত মুচলেকা নিয়েছেন তিনি।

ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ইউএনও মোসাম্মদ মুনতাসির জাহান বলেন, সোমবার বিকালে উপজেলার পানিয়ালা উচ্চ বিদ্যালয়ের ৭ম শ্রেনীর ছাত্রী এবং পানিয়ালা গ্রামের শেখ মোঃ হাসানের মেয়ে সায়মা আক্তার ঐশির বিয়ে পৌর কলচমা গ্রামে পারিবারিক ভাবে ঠিক হয়। উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা রিফাত আরা সুমি সরেজমিনে পরিদর্শন করে ছাত্রী সায়মা আক্তার ও তার মা রিনা আক্তার রানীকে স্বাক্ষীসহ ভ্রাম্যমান হাজির করে। ভ্রাম্যান আদালতে বাল্য বিয়ে নিরোধ আইন ২০১৭ ধারা মোতাবেক বর ও কনের অবিভাবককে ১০ হাজার টাকা জরিমানা ও লিখিত মুচলিকা নেওয়া হয়েছে।

বাংলাদেশ জার্নাল/জেডআই

  • সর্বশেষ
  • পঠিত