ঢাকা, রোববার, ২৮ এপ্রিল ২০২৪, ১৫ বৈশাখ ১৪৩১ আপডেট : ৩২ মিনিট আগে
শিরোনাম

ডুবে যাওয়া জাহাজের ১৪ নাবিককে হস্তান্তর

  কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি

প্রকাশ : ১৪ সেপ্টেম্বর ২০১৯, ২২:২২

ডুবে যাওয়া জাহাজের ১৪ নাবিককে হস্তান্তর

বঙ্গোপসাগরে ডুবে যাওয়া কন্টেইনারবাহী জাহাজ এমভি গলফ আরগোর ১৪ নাবিককে খুলনা নেভাল প্রভোস্টে হস্তান্তর করা হয়েছে।

শনিবার বিকেলে পায়রা সমুদ্র বন্দরের পল্টুনে খুলনা নেভাল প্রভোস্টের চিফ পেটি অফিসার নাজমুল ইসলাম নাবিকদের গলফ ওরিয়েন্ট সিওয়েচ লিমিটেডের লজিস্টিক ম্যানেজার নুরুজ্জামানের কাছে হস্তান্তর করেন।

এ সময় নেভির মাস্টার চিফ পেটি অফিসার নাজমুল, কোস্টগার্ড রবনাবাদ কন্টিনেন্ট কমান্ডার ওয়ালিউল্লাহ, নেভির এলআরওজি অফিসার জেমিন আহমেদসহ আরো অনেকে উপস্থিত ছিলেন।

আইনি পদক্ষেপ শেষে ওই নাবিকদের নিজ নিজ এলাকায় পাঠিয়ে দেয়া হবে। উদ্ধারকারী ১৪ নাবিকই বর্তমানে সুস্থ বলে জানা গেছে।

নৌবাহিনীর উদ্ধারকারী জাহাজ সাগু’র সূত্রে জানা যায়, গত বৃহস্পতিবার রাতে এমভি গলফ আরগো জাহাজটি ১৫২টি কন্টেইনার নিয়ে কলকাতা থেকে চট্টগ্রাম যাবার পথে পায়রা ফেয়ারওয়ে বয়ার কাছে ডুবে যায়। ১৯ ঘণ্টা পর গভীর সমুদ্রে টহলরত বাংলাদেশ নৌবাহিনীর জাহাজ সাংগু ঘটনাস্থলে পৌঁছে ১৪ জন নাবিককে উদ্ধার করে। পরে সাংগু জাহাজের সদস্যরা উদ্ধারকৃত নাবিকদের প্রাথমিক চিকিৎসা দেন। উদ্ধার নাবিকরা সবাই বাংলাদেশের বিভিন্ন জেলার বাসিন্দা।

বাংলাদেশ জার্নাল/আরকে

  • সর্বশেষ
  • পঠিত