ঢাকা, রোববার, ২৮ এপ্রিল ২০২৪, ১৫ বৈশাখ ১৪৩১ আপডেট : ২ মিনিট আগে
শিরোনাম

স্ত্রী হত্যার দায়ে স্বামীর যাবজ্জীবন

  রাজবাড়ী প্র‌তি‌নি‌ধি

প্রকাশ : ১৮ সেপ্টেম্বর ২০১৯, ১৬:০৮

স্ত্রী হত্যার দায়ে স্বামীর যাবজ্জীবন

রাজবাড়ীর কালুখালী‌তে স্ত্রী আসমা খাতুন (২০) হত্যার দা‌য়ে স্বামী রাকিবুল হাসানকে (৩৫) যাবজ্জীবন কারাদণ্ডাদেশ দি‌য়েছেন আদালত। সেই সা‌থে ৫০ হাজার টাকা জ‌রিমানা অনাদায়ে আরো ৬ মাসের কারাদণ্ডাদেশ দেয়া হ‌য়ে‌ছে।

বুধবার দুপু‌রে জেলা ও দায়রা জজ নিলুফার সুলতানা এ রায় দেন।

র‌াকিবুল হাসান জেলার কালুখালী উপ‌জেলার গোয়ালপাড়া গ্রা‌মের মৃত ম‌জিদ শে‌খের ছে‌লে।

রাজবাড়ী জেলা ও দায়রা জজ আদালতের বেঞ্চ সহকারী পঙ্কজ কুমার চক্রবর্তী বিষয়টির সত্যতা নি‌শ্চিত ক‌রে‌ছেন।

জানা‌গে‌ছে, ২০১৪ সা‌লের ১৩ নভেম্বর কালুখালীর গোয়ালপাড়ার রা‌কিবুল হাসান বাড়ির সাম‌নের বাঁশ বাগানে গলায় ফাঁস দেয়া অবস্থায় আসমা খাতুনের মরদেহ উদ্ধার হয়। এ ঘটনায় ওই দিন কালুখালী থানায় এক‌টি অপমৃত্যু মামলা দা‌য়ের হয়।

আসমা খাতুনের রহস্যজনক মৃত্যু হওয়ায় ময়নাতদ‌ন্তের জন্য পাঠা‌নো হয় মর‌দেহ‌টি। ময়নাতদ‌ন্ত রি‌পো‌র্টে আসমাকে শ্বাস‌রোধে হত্যা করা হ‌য়ে‌ছে ব‌লে প্রমাণিত হয়।

এ ঘটনায় আসমার স্বামী রাকিবুল হাসান ও তার প্রথম স্ত্রী জাহানারা বেগম‌কে অভিযুক্ত করা হয়। দীর্ঘ স্বাক্ষ্য প্রমাণ শে‌ষে মামলার ১ নম্বর আসামি রা‌কিবুল হাসানকে যাবজ্জীবন ও ৫০ হাজার টাকা জরিমানা অনাদা‌য়ে আরো ৬ মা‌সের কারাদণ্ড দেয়া হয়। ২ নম্বর আসামি রা‌কিবু‌লের প্রথম স্ত্রী জাহানারা বেগম‌কে বেকসুর খালাস দেন আদালত।

বাংলাদেশ জার্নাল/আরকে

  • সর্বশেষ
  • পঠিত