ঢাকা, রোববার, ২৮ এপ্রিল ২০২৪, ১৫ বৈশাখ ১৪৩১ আপডেট : ২ ঘন্টা আগে
শিরোনাম

বিধবা নারী গণধর্ষণের ঘটনায় এএসআই প্রত্যাহার

  ফেনী প্রতিনিধি

প্রকাশ : ২১ সেপ্টেম্বর ২০১৯, ০৪:৩৪

বিধবা নারী গণধর্ষণের ঘটনায় এএসআই প্রত্যাহার

এক বিধবা নারীকে গণধর্ষণের ঘটনায় ফেনীর সোনাগাজীর মডেল থানার এএসআই সুজন চন্দ্র দাসকে প্রত্যাহার করা হয়েছে। শুক্রবার পুলিশ সুপার নুর নবী খন্দকারের নির্দেশে তাকে পুলিশ লাইন্সে সংযুক্ত করা হয়।

মডেল থানার ওসি মঈন উদ্দিন জানান, ধর্ষিত বিধবা পারিবারিক বিরোধের জেরে মারধরের শিকার হয়ে গত রোববার থানায় অভিযোগ দেন। সেই অভিযোগের তদন্ত কর্মকর্তা ছিলেন সুজন চন্দ্র দাস। মামলা করতে এসে ওই বিধবা প্রতারকের খপ্পরে পড়ে ধর্ষিত হন। মারধরের ঘটনাটি তিনি সঠিক তদন্ত করলে হয়তো বিধবা ধর্ষণের শিকার হতেন না। দায়িত্ব অবহেলার প্রমাণ পাওয়ায় তাকে থানা থেকে প্রত্যাহার করে পুলিশ লাইন্সে সংযুক্ত করা হয়েছে।

প্রতিপক্ষের হামলার শিকার ওই বিধবা মামলা করতে গিয়ে থানার সামনে রহিমা সুন্দরী (৪০) নামে এক নারী প্রতারকের খপ্পরে পড়ে গণধর্ষণের শিকার হন।

এ ঘটনায় মঙ্গলবার রাতে মামলা হলে পুলিশ সঞ্জু শিকদার (৩৫) ও নারী প্রতারক রহিমা সুন্দরীকে গ্রেপ্তার করে।

জেলার সহকারী পুলিশ সুপার সাইফুল আহমেদ ভূঁইয়া জানান, বিষয়টি চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি কার্যালয়ের অপরাধ বিভাগের পুলিশ সুপার হাসান মাহমুদ তদন্ত করছেন।

বাংলাদেশ জার্নাল/জেডআই

  • সর্বশেষ
  • পঠিত