ঢাকা, রোববার, ২৮ এপ্রিল ২০২৪, ১৫ বৈশাখ ১৪৩১ আপডেট : ১০ মিনিট আগে
শিরোনাম

মাদক কারবারিদের ধাওয়া করে ‘সীমান্ত পেরিয়ে’ আটক ৩ র‌্যাব সদস্য

সীমান্ত পেরিয়ে আটক ৩ র‌্যাব সদস্য
ফাইল ছবি

মাদক কারবারিদের ধাওয়া করার সময় সীমান্ত অতিক্রম করে র‌্যাবের তিন সদস্য ও তাদের দুই সোর্স ভারতীয় সীমান্তরক্ষীদের হাতে ধরা পড়েছেন। পুলিশের পক্ষ থেকে এ তথ্য জানানো হলেও র‌্যাব বলছে, এটার বিএসএফের সঙ্গে ‘ভুল বোঝাবুঝি’। ব্রাহ্মণপাড়া উপজেলার আশাবাড়ি সীমান্ত এলাকায় বৃহস্পতিবার সকাল ৯টার দিকে এ ঘটনা ঘটে।

এ বিষয়ে কুমিল্লার ব্রাহ্মণপাড়া থানার ওসি শাহজাহান কবির বলেন, মাদক কারবারিদের ধাওয়া করতে গিয়ে তারা হয়ত সীমান্ত রেখা অতিক্রম করেছিলেন। স্থানীয়রা র‌্যাব সদস্য রিগান বড়ুয়া, আবদুল মতিন, আবদুল ওয়াহেদ ও দুই নারী সোর্সকে আটক করে বিএসএফের কাছে হস্তান্তর করে বলে পুলিশ প্রাথমিকভাবে জানতে পেরেছে।

ওপারে আটকরা র‌্যাব ১১-এর কুমিল্লা সিপিসি ২-এর সদস্য বলে জানান ওসি শাহজাহান।

খবর পেয়ে র‌্যাব, বিজিবি ও পুলিশ কর্মকর্তারা ঘটনাস্থলে গেছেন।

জেলা পুলিশের বিশেষ শাখার (এসবি) একজন পরিদর্শক গণমাধ্যমকে জানান, বিএসএফের হাতে আটক তিন র‌্যাব সদস্য ও দুই সোর্সকে পতাকা বৈঠকের মাধ্যমে ফিরিয়ে আনা হবে। র‌্যাব এ ঘটনাকে ‘বড় কিছু’ বলে মনে করছে না।

র‌্যাবের মুখপাত্র সারোয়ার বিন কাশেম বলেন, র‌্যাব সদস্যরা মাদক কারবারিদের ধরতে গেলে বিএসএফের সঙ্গে একটু ভুল বোঝাবুঝি হয়। সমাধানের চেষ্টা চলছে। এটা বড় কিছু না।

বাংলাদেশ জার্নাল/এইচকে

  • সর্বশেষ
  • পঠিত