ঢাকা, শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১ আপডেট : ৪ মিনিট আগে
শিরোনাম

সিলেটে অস্ত্রসহ ইউপি চেয়ারম্যান গ্রেপ্তার

  সিলেট প্রতিনিধি

প্রকাশ : ১১ অক্টোবর ২০১৯, ২১:০৯

সিলেটে অস্ত্রসহ ইউপি চেয়ারম্যান গ্রেপ্তার

সিলেট মহানগরীর নগরীর জালালাবাদ থানাধীন মনফর বাহিনীর প্রধান ১ নং জালালাবাদ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মনফর আলীকে বিদেশি পিস্তল ও ৭ রাউন্ড গুলিসহ গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে জালালাবাদ থানার পিটারগঞ্জ বাজার থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

বিষয়টি নিশ্চিত করেছেন সিলেট মেট্রোপলিটন পুলিশের জালালাবাদ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওকিল উদ্দিন আহমদ।

তিনি জানান, এসময় তার কাছ থেকে একটি বিদেশি পিস্তল, ৭ রাউন্ড গুলি ও একটি ছোরা উদ্ধার করা হয়েছে। চেঙের খাল নামক নদী থেকে নিজেরা অবৈধভাবে ড্রেজার মেশিন দিয়ে বালু উত্তোলন ও বালু উত্তোলনকারীদের কাছ থেকে তার বাহিনী নিয়ে চাঁদাবাজি করার একটি মামলায় তাকে গ্রেপ্তার করা হয়। একই মামলায় আগে তার বাহিনীর একাধিকজনকে গ্রেপ্তার করা হলে তারা ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দিও দিয়েছেন।

প্রসঙ্গত, গ্রেপ্তার মনফর আলী চেয়ারম্যান জালালাবাদ থানা এলাকায় তার নিজের নামে গঠিত ‘মনফর বাহিনী’ তৈরি করে ত্রাসের রাজত্ব গড়ে তুলেছেন। মনফর বাহিনীর প্রধান মনফর আলী নানা বিতর্কিত কর্মকাণ্ডের সাথে জড়িত বলেও অভিযোগ রয়েছে।

বাংলাদেশ জার্নাল/আরকে

  • সর্বশেষ
  • পঠিত