ঢাকা, রোববার, ২৮ এপ্রিল ২০২৪, ১৫ বৈশাখ ১৪৩১ আপডেট : ৭ মিনিট আগে
শিরোনাম

১১ দিন পর সেই শিশু উদ্ধার

  নওগাঁ প্রতিনিধি

প্রকাশ : ১৫ অক্টোবর ২০১৯, ১৮:০২

১১ দিন পর সেই শিশু উদ্ধার

নওগাঁ সদর হাসপাতাল থেকে চুরি হওয়া শিশু মুসাকে ১১ দিন পর উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় আজিজা বেগম (৪০) নামে এক অপহরণকারী নারীকে আটক করা হয়েছে।

মঙ্গলবার বিকেলে সদর থানায় প্রেস ব্রিফিংয়ে এসব তথ্য জানায় নওগাঁর পুলিশ সুপার প্রকৌশলী আব্দুল মান্নান মিয়া।

পুলিশ সুপার জানান, গত ২ অক্টোবর ডায়রিয়াজনিত সমস্যার কারণে হাসপাতালে ভর্তি করা হয় শিশুটিকে। চিকিৎসাধীন অবস্থায় ৫ অক্টোবর শিশুটিকে চুরি করে নিয়ে পালিয়ে যায় আজিজা বেগম। পরে হাসপাতালের সিসি টিভির ভিডিও ফুটেজে দেখা যায় বোরকা পরিহিত এক নারী শিশু মুসাকে কোলে নিয়ে হাসপাতাল থেকে বেরিয়ে যাচ্ছে। এ বিষয়ে হাসপাতাল কর্তৃপক্ষ থানায় সাধারণ ডায়েরি (জিডি) করে। এরপর শিশুটি উদ্ধারে মাঠে নামে পুলিশ।

সোমবার রাতে নওগাঁ সদর মডেল থানা পুলিশের পরিদর্শক (তদন্ত) ফয়সাল বিন আহসান ঠাকুরগাঁও থেকে শিশুটিকে উদ্ধার করেন। এ সময় পুলিশের সাথে ছিলেন শিশুটির বাবা ইসমাইল হোসেন ও মা বৃষ্টি।

শিশু মুসার বাবা ও মা নওগাঁ সদর উপজেলার মঙ্গলপুর গ্রামের বাসিন্দা।

প্রেস ব্রিফিং অনুষ্ঠানে শিশুটিকে পরিবারের কাছে আনুষ্ঠানিকভাবে হস্তান্তর করে পুলিশ। এ ঘটনায় অপহরণকারী ওই নারীর বিরুদ্ধে থানায় মামলা হবে বলেও জানান পুলিশ সুপার।

বাংলাদেশ জার্নাল/আরকে

  • সর্বশেষ
  • পঠিত