ঢাকা, রোববার, ২৮ এপ্রিল ২০২৪, ১৫ বৈশাখ ১৪৩১ আপডেট : ৭ মিনিট আগে
শিরোনাম

হাতিয়ে নেয়া টাকা ফেরত দিলো প্রতারক

  নেত্রকোণা প্রতিনিধি

প্রকাশ : ১৫ অক্টোবর ২০১৯, ১৯:৪৮

হাতিয়ে নেয়া টাকা ফেরত দিলো প্রতারক

নেত্রকোনার কলমাকান্দায় পল্লী বিদ্যুতের উঠান বৈঠকের মাধ্যমে ৭৯ জন গ্রাহকের কাছ থেকে প্রতারণার মাধ্যমে নেয়া ১ লাখ ১৯ হাজার টাকা ফেরত দিলো মোস্তাক হোসেন গোলাম নামে এক প্রতারক।

লিখিত অভিযোগের ভিত্তিতে মঙ্গলবার দুপুরে উপজেলার বাউসাম বাজারে উপজেলা প্রশাসন ও পল্লী বিদ্যুৎ সমিতির আয়োজনে খারনৈ ইউনিয়নের বাউসাম গ্রামের প্রতারক মোশতাক আহম্মেদ গোলাপ জনসম্মুকে ওই টাকা ফেরত দিয়েছে।

উপজেলা নির্বাহী অফিসার মো. জাকির হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান আলহাজ আব্দুল খালেক।

অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন নেত্রকোনা পবিস জিএম মজিবুর রহমান, ওসি মো. মাজহারুল করীম, ইউপি চেয়ারম্যান মো.ওবায়দুল হক, নির্বাহী প্রকৌশলী জিয়াউর রহমান, ডিজিএম আবুল কালাম আজাদ ও কলমাকান্দা পবিস এজিএম আনিসুল ইসলাম প্রমূখ।

অনুষ্ঠানে পল্লী বিদ্যুৎ বোর্ডের চেয়ারম্যান মে. জে. মঈন উদ্দিন ভিডিও বার্তায় গ্রাহকদের উদ্দেশ্যে বক্তব্য রাখেন।

উঠান বৈঠকে পল্লী বিদ্যুৎ সংযোগের নামে বাউসাম গ্রামের বিদ্যুৎ প্রতারক মোশতাক আহম্মেদ গোলাপ এ অনৈতিক কাজের কথা স্বাকীর করে উপস্থিত সবার কাছে ক্ষমা চেয়ে বিদ্যুৎ সংযোগের ৭৯ জন গ্রাহকের টাকা ফেরত দেয়।

উল্লেখ্য উপজেলার আটটি ইউনিয়নে একটি দালাল চক্র নিরীহ গ্রাহকদের কাছ থেকে বিদ্যুৎ সংযোগের নামে লাখ লাখ টাকা হাতিয়ে নেয়ার অভিযোগ রয়েছে।

বাংলাদেশ জার্নাল/আরকে

  • সর্বশেষ
  • পঠিত