ঢাকা, সোমবার, ২৯ এপ্রিল ২০২৪, ১৬ বৈশাখ ১৪৩১ আপডেট : ৪৫ মিনিট আগে
শিরোনাম

কিশোরগঞ্জে পুকুরে বিরল প্রজাতির মাছ

  কিশোরগঞ্জ প্রতিনিধি

প্রকাশ : ২০ অক্টোবর ২০১৯, ১৬:৩৮

কিশোরগঞ্জে পুকুরে বিরল প্রজাতির মাছ

কিশোরগঞ্জ সদর উপজেলায় জেলেদের জালে বিরল প্রজাতির একটি মাছ ধরা পড়েছে। এই মাছটির নাম ‘সাকার ফিস’। এর ওজন প্রায় ৫০০ গ্রাম।

শনিবার উপজেলার লতিবাবাদ ইউনিয়নের লতিবাবাদ গ্রামের লতিফ মিয়ার পুকুর থেকে ওই মাছটি ধরা হয়।

মাছটি দেখার জন্য লতিফ মিয়ার বাড়িতে ভিড় করছে উৎসুক জনতা। মাছটির মাথা থেকে লেজ পর্যন্ত ডোরা কাটা দাগ। বিরল প্রজাতির মাছটির দৈর্ঘ্য প্রায় ৯থেকে ১০ ইঞ্চি। ওজন প্রায় ৫০০ গ্রাম। গায়ে বিভিন্ন নক্সা রয়েছে।

পুকুর মালিক লতিফ মিয়া জানান, সকালে জেলেরা পুকুরে মাছ ধরতে নামে। এসময় জেলেদের জালে ধরা পড়ে বিরল প্রজাতির এই মাছটি। মাছটির পুরো শরীর শক্ত কাটায় আবৃত।

এর আগে এলাকায় এমন ধরনের মাছ কেউ দেখেনি। হঠাৎ এমন মাছের দেখা পাওয়ায় এলাকায় কৌতূহল সৃষ্টি হয়েছে বলেও জানান তিনি।

বাংলাদেশ জার্নাল/আরকে

  • সর্বশেষ
  • পঠিত