ঢাকা, সোমবার, ২৯ এপ্রিল ২০২৪, ১৬ বৈশাখ ১৪৩১ আপডেট : ৪৪ মিনিট আগে
শিরোনাম

চাঁদপুরে বৃষ্টি-ঝড়ো হাওয়া অব্যাহত

  জার্নাল ডেস্ক

প্রকাশ : ১০ নভেম্বর ২০১৯, ১৫:১৯

চাঁদপুরে বৃষ্টি-ঝড়ো হাওয়া অব্যাহত

ঘূর্ণিঝড় ‘বুলবুল’র প্রভাবের কারণে চাঁদপুরে আট উপজেলায় বৃষ্টিপাত বেড়েছে। গত ২৪ ঘণ্টায় জেলায় বৃষ্টি রেকার্ড করা হয়েছে ১৯ মিলিমিটার। এছাড়া বইছে ঝড়ো হাওয়া।

রোববার সকাল থেকেই থেমে থেমে বৃষ্টি অব্যাহত রয়েছে। মেঘনা নদীর পশ্চিম পাড়ের প্রায় ৩০টি চরাঞ্চলের সাড়ে পাঁচ হাজার বাসিন্দাকে সাইক্লোন শেল্টারে নিরাপদে রাখা হয়েছে। তবে কোথায়ও কোনো ধরনের দুর্ঘটনা ঘটেনি।

চাঁদপুর আবহাওয়া অফিসের ভারপ্রাপ্ত কর্মকতা মো. শোয়েব গণমাধ্যমকে বলেন, চট্টগ্রামসহ চাদপুর অঞ্চলে এখনো ৯ নম্বর মহাবিপদ সংকেত রয়েছে। চাঁদপুরে সকাল ১০টা পর্যন্ত বাতাসের গতিবেগ রয়েছে ৭৮ দশমিক ৮৭ কিলোমিটার।

চাঁদপুর থেকে ঢাকাগামী যাত্রীবাহী লঞ্চসহ অন্য নৌযান শুক্রবার রাত ১০টার পর থেকে বন্ধ রয়েছে। চট্টগ্রাম থেকে ট্রেনে আসা এবং লঞ্চঘাটে আটকে পড়া প্রায় শতাধিক যাত্রীকে চাঁদপুর পৌরসভা থেকে শনিবার রাতে থাকা ও খাওয়ার ব্যবস্থা করা হয়েছে।

চাঁদপুরের জেলা প্রশাসক (ডিসি) মাজেদুর রহমান খান বলেন, ঘূর্ণিঝড়ের সম্ভাব্য ক্ষয়-ক্ষতির আশঙ্কায় আমরা আগে থেকে প্রস্তুতি নিয়ে রেখেছি।

  • সর্বশেষ
  • পঠিত