ঢাকা, শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১ আপডেট : ২৫ মিনিট আগে
শিরোনাম

সিডরে নিহতদের স্মরণ করল কুয়াকাটাবাসী

  কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি

প্রকাশ : ১৬ নভেম্বর ২০১৯, ১৭:৩১  
আপডেট :
 ১৬ নভেম্বর ২০১৯, ১৭:৩৫

সিডরে নিহতদের স্মরণ করল কুয়াকাটাবাসী

সিডরের ভয়াবহ সেই তাণ্ডবের কথা আজও ভোলেনি দখিনের মানুষ। আর এরই ধারাবাহিকতায় শুক্রবার সন্ধ্যায় পর্যটন কেন্দ্র কুয়াকাটার সৈকতে সিডরে নিহতদের স্মরণে মোমবাতি প্রজ্জ্বলন করা হয়।

স্থানীয় ট্যুরিজম ম্যানেজমেন্ট অ্যাসোসিয়েশন ‘কুটুম’ নামের একটি সংগঠন এর আয়োজন করে। এসময় কুয়াকাটার পৌরসভার মেয়র আব্দুল বারেক মোল্লা, কুয়াকাটা প্রেসক্লাবের সভাপতি এম মিজানুর রহমান বুলেট, সম্পাদক কাজী সাঈদ, কুয়াকাটা ট্যুরিস্ট পুলিশ জোনের ওসি নুরুল ইসলাম, কুয়াকাটা ট্যুরিজম ম্যানেজমেন্ট অ্যাসোসিয়েশন কুটুমের সভাপতি নাসির উদ্দিন বিপ্লব, সিনিয়র সহ-সম্পাদক হোসাইন আমিরসহ কুয়াকাটায় আগত পর্যটকরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, ২০০৭ সালের ১৫ নভেম্বর রাতে ‘সিডর’ নামের প্রলয়ঙ্করী ঘূর্ণিঝড়টি দক্ষিণাঞ্চলের পটুয়াখালীর কলাপাড়াসহ উপকূলীয় এলাকায় আঘাত হানে। এতে নারী-পুরুষ, শিশুসহ অনেক প্রাণহানীর ঘটনা ঘটে।

বাংলাদেশ জার্নাল/এইচকে

  • সর্বশেষ
  • পঠিত