ঢাকা, সোমবার, ২৯ এপ্রিল ২০২৪, ১৬ বৈশাখ ১৪৩১ আপডেট : ১ ঘন্টা আগে
শিরোনাম

সড়ক পরিবহন আইন সংশোধনের দাবিতে মানববন্ধন

  নড়াইল প্রতিনিধি

প্রকাশ : ১৭ নভেম্বর ২০১৯, ১২:০০

সড়ক পরিবহন আইন সংশোধনের দাবিতে মানববন্ধন

সড়ক পরিবহন আইন ২০১৮ সংশোধনের দাবিতে নড়াইলে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

রোববার নড়াইল প্রেসক্লাবের সামনে নড়াইল জেলা পরিবহন মালিক-শ্রমিক ঐক্য পরিষদের আয়োজনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মানববন্ধন চলাকালে বক্তব্য রাখেন জেলা বাস ও মিনিবাস মালিক সমিতির সভাপতি সরদার আলমগীর হোসেন আলম, সাধারন সম্পাদক কাজী জহিরুল হক, কোষাধ্যক্ষ বিপ্লব বিশ্বাস বিলো, সাংগঠনিক সম্পাদক আব্দুর রশিদ, বাস-মিনিবাস শ্রমিক ইউনিয়নের সাধারন সম্পাদক সাদেক আহম্মেদ খান, শ্রমিকনেতা কামরুল বিশ্বাস প্রমুখ।

এসময় বক্তরা দাবি করেন, প্রতিটি সড়ক দুর্ঘটনায় মামলা ৩০৪/খ ধারায় রুজু করতে হবে। সকল মোটরযান ও চালকেদের ওপর অধিক অর্থদণ্ড, জেল জরিমানা নতুন আইন সংশোধন করতে হবে। সড়ক দুর্ঘটনায় দোষী সাবস্ত্য হলে ৫ বছরের সাজা কমাতে হবে এবং মামলা জামিনযোগ্য আওতায় আনতে হবে ও ১ থেকে ৫ লক্ষ টাকা অর্থ জরিমানা বাতিল করতে হবে।

সড়ক পরিবহন আইন ২০১৮ বাস্তবায়নের পূর্বে দেশের প্রতিটি জেলার হাইওয়ে সড়ক ও মাহসড়কের রাস্তাগুলো পরিপূর্ণ সংস্কার, সড়কের উপর হাটবাজার, অবৈধ স্থাপনা উচ্ছেদসহ প্রতিটি রাস্তা যানযটমুক্ত করে গাড়ি চালকদের নিরাপদ সড়কের ব্যবস্থা করাসহ বিভিন্ন দাবি জানান বক্তরা। এসময় বিভিন্ন শ্রেণীপেশার মানুষ উপস্থিত ছিলেন।

বাংলাদেশ জার্নাল/এসবি

  • সর্বশেষ
  • পঠিত