ঢাকা, রোববার, ২৮ এপ্রিল ২০২৪, ১৫ বৈশাখ ১৪৩১ আপডেট : ২ ঘন্টা আগে
শিরোনাম

স্ট্রিট লাইটের আলোয় আলোকিত ময়মনসিংহ শহর

  ময়মনসিংহ প্রতিনিধি

প্রকাশ : ২০ নভেম্বর ২০১৯, ০৫:২২

স্ট্রিট লাইটের আলোয় আলোকিত ময়মনসিংহ শহর

ময়মনসিংহ সিটির চড়পাড়া টাইমস স্কয়ার মোড় হইতে দিগারকান্দা বাইপাস পর্যন্ত সাড়ে তিন কিলোমিটার রাস্তা আধুনিক সড়ক বাতির আলোয় আলোকিত হয়েছে।

মঙ্গলবার সন্ধ্যার পর নব গঠিত ময়মনসিংহ সিটি কর্পোরেশনের দিঘারকান্দা বাইপাস হতে চরপাড়া মোড় পর্যন্ত সড়ক বাতির আধুনিক এল.ই.ডি ষ্ট্রিট লাইট স্থাপন কাজের শুভ উদ্বোধন করেন ময়মনসিংহের সিটি কর্পোরেশনের মেয়র মো. ইকরামুল হক টিটু।

ময়মনসিংহ সিটি কর্পোরেশনের প্রকৌশল বিভাগ এর বাস্তবায়নে এই সাড়ে তিন কিলোমিটার সড়কের মাঝখানের আইল্যান্ডে ১১০টি খুটিতে ২২০ টি এলইডি স্ট্রিট লাইট লাইট স্থাপন করা হয়েছে। এতে ব্যায় হয়েছে ১ কোটি ২ লক্ষ টাকা।

লাইট স্থাপন কাজের উদ্বোধনকালে সিটি মেয়র জানান, প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকারের উদ্যোগ ঘরে ঘরে বিদ্যুৎ। বর্তমান সরকারের উন্নয়ন অগ্রযাত্রার অংশ হিসেবে এবং এই মহাসড়কটিতে অতিরিক্ত আলোক সজ্জার কারণে চুরি, ছিনতাই ও বিভিন্ন প্রকার দূর্ঘটনা রোধে এই প্রকল্প নেওয়া হয়েছে। আগামীতে এভাবেই নগরীর প্রতিটি রাস্তায় আলোক সজ্জার ব্যবস্থা করা হবে।

এসময় উপস্থিত ছিলেন ময়মনসিংহ সিটি কর্পোরেশনের কাউন্সিলর আমিনুল ইসলাম বিপ্লব, কাউন্সিলর মো. মোস্তফা কামাল, কাউন্সিলর শামীমা রহিম, কাউন্সিলর শফিকুল ইসলাম, কাউন্সিলর ফজলুল হক উজ্জল, কাউন্সিলর সাব্বির ইউনুস, কাউন্সিলর সিরাজুল ইসলাম সিরাজ, কাউন্সিলর রোকিয়া হোসেন, কাউন্সিলর শামসুল, কাউন্সিলর আইরিন আক্তার, কাউন্সিলর শাহনাজ আক্তার, ময়মনসিংহ সিটি কর্পোরেশনের সহকারী প্রকৌশলী জিল্লুর রহমান, নির্বাহী প্রকৌশলী জহুরুল হক, সহকারী প্রকৌশলী মো, আজাহারুল হক, তত্বাবায়ক প্রকৌশলী মো. রফিকুল ইসলাম, প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডাক্তার এইচ.কে দেবনাথ, সহকারী প্রকৌশলী শফি কামাল, নগর পরিকল্পনাবিদ মানস বিশ্বাসসহ এলাকাবাসী।

বাংলাদেশ জার্নাল/কেআই

  • সর্বশেষ
  • পঠিত