ঢাকা, শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১ আপডেট : ১০ মিনিট আগে
শিরোনাম

জামালপুরে দুই টিকিট কালোবাজারিকে জরিমানা

  জামালপুর প্রতিনিধি

প্রকাশ : ০৪ ডিসেম্বর ২০১৯, ১৭:১০

জামালপুরে দুই টিকিট কালোবাজারিকে জরিমানা

জামালপুরের মেলান্দহ থেকে সাবেক ওয়ার্ড কমিশনারসহ আন্তঃনগর তিস্তা ট্রেনের দুই টিকিট কালোবাজারিকে আটকের পর ভ্রাম্যমাণ আদালতে ১০হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে।

বুধবার দুপুরে মেলান্দহের শাহাদতপুর এলাকা থেকে র‌্যাবের হাতে আটকের পর তাদের এই জরিমানা করেন মেলান্দহ উপজেলার নির্বাহী কর্মকর্তা তামীম আল ইয়ামীন।

টিকিট কালোবাজারি দুজন হলেন, মেলান্দহ পৌরসভার ৬নং ওয়ার্ডের সাবেক কমিশনার মো. নূর মোহাম্মদ ফজল (৪৭) ও মৃত আব্দুস সালামের ছেলে মো. নজরুল ইসলাম (৪০)।

র‌্যাব-১৪ জামালপুরের এসআই মো. মাহবুবুর রহমান জানান, কোম্পানি কমান্ডার পুলিশ সুপার মো. তোফায়েল আহমেদ মিয়ার নেতৃত্বে মেলান্দহের শাহাদতপুরে অভিযান চালায় র‌্যাব। বুধবার দুপুর ১টা ১০মিনিটে এই অভিযানে মেলান্দহ পৌরসভার ৬নং ওয়ার্ডের সাবেক কমিশনার মো. নূর মোহাম্মদ ফজল ও মো. নজরুল ইসলামের কাছ থেকে ৬টি সিটের ৩টি টিকিটসহ তাদের আটক করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালতে তাদের দুজনের কাছ থেকে ১০ হাজার টাকা জরিমানা আদায় করেন মেলান্দহ উপজেলার নির্বাহী কর্মকর্তা তামীম আল ইয়ামীন।

বাংলাদেশ জার্নাল/আরকে

  • সর্বশেষ
  • পঠিত