ঢাকা, রোববার, ২৮ এপ্রিল ২০২৪, ১৫ বৈশাখ ১৪৩১ আপডেট : ৪৬ মিনিট আগে
শিরোনাম

পায়রা তাপ বিদ্যুৎকেন্দ্রে দুর্ঘটনায় চীনা শ্রমিক নিহত

  কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি

প্রকাশ : ০৮ ডিসেম্বর ২০১৯, ১৮:০৯  
আপডেট :
 ০৮ ডিসেম্বর ২০১৯, ১৮:১১

পায়রা তাপ বিদ্যুৎকেন্দ্রে দুর্ঘটনায় চীনা শ্রমিক নিহত

পটুয়াখালীর কলাপাড়ায় নির্মাণাধীন পায়রা তাপ বিদ্যুৎকেন্দ্রে দ্বিতীয় কোল ইয়ার্ড থেকে পড়ে কিংন গুইলেন (৪০) নামে একজন চীনা শ্রমিক মারা গেছেন। রোববার সকাল সাড়ে ১০টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

নিরাপত্তা বেল্ট লাগানোর সময় কোল ইয়ার্ডের প্রায় ৬০ ফুট ওপর থেকে তিনি নিচে পড়ে গুরুতর আহত হন। তাৎক্ষণিক অন্য শ্রমিকরা তাকে উদ্ধার করে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পথে তিনি মারা যান।

পায়রা তাপ বিদ্যুৎ কেন্দ্র সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, কিংন গুইলিনের বাড়ি চীনের জিয়াংজু এলাকায়। তিনি শুরু থেকেই তাপ বিদ্যুৎ কেন্দ্রের কাজে নিয়োজিত চীনা প্রতিষ্ঠান নর্থ ইস্ট ইলেকট্রিক পাওয়ার কনস্ট্রাকশন কোম্পানি লিমিটেডের (এনইপিসি) অধীনে শ্রমিক হিসেবে কাজ করছিলেন।

কলাপাড়া থানার পরিদর্শক (তদন্ত) আশাদুর রহমান বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়েছিলাম। কোল ইয়ার্ডের ওপরে উঠে তিনি কাজ করছিলেন। সেখান থেকে পড়ে গুরুতর আহত হন। উন্নত চিকিৎসার জন্য বরিশালে নেয়ার পথে তার মৃত্যু হয়েছে বলে তিনি তিনি সাংবাদিকদের জানান।

বাংলাদেশ জার্নাল/আরকে

  • সর্বশেষ
  • পঠিত