ঢাকা, রোববার, ২৮ এপ্রিল ২০২৪, ১৫ বৈশাখ ১৪৩১ আপডেট : ১০ মিনিট আগে
শিরোনাম

‘সম্পদ লুন্ঠনকারীদের পিছু ছাড়বে না দুদক’

  জার্নাল ডেস্ক

প্রকাশ : ০৯ ডিসেম্বর ২০১৯, ১১:৪৪

‘সম্পদ লুন্ঠনকারীদের পিছু ছাড়বে না দুদক’

সম্পদ লুন্ঠনকারীদের পিছু ছাড়বে না দুর্নীতি দমন কমিশন। দেশে-বিদেশে কোথাও শান্তিতে থাকতে পারবেন না তারা। সোমবার সকালে দুদক কার্যালয়ে আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবসের উদ্বোধনী অনুষ্ঠানে দুর্নীতিবাজদের এ বার্তা দেন কমিশন চেয়ারম্যান ইকবাল মাহমুদ।

জাতীয় সঙ্গীত আর বেলুন ওড়ানোর মধ্য দিয়ে শুরু হয় আয়োজন। পরে দুর্নীতি বিরোধী কার্টুন, পোস্টার প্রদর্শনী ও গণসাক্ষর কর্মসূচির উদ্বোধন করেন দুদক চেয়াম্যান।

চেয়ারম্যান বলেন, দুর্নীতি একটি বৈশ্বিক সমস্যা। দেশকে দুর্নীতি মুক্ত করতে হলে সকল পেশাজীবীদের আন্তরিকতার সাথে কাজ করতে হবে। আগামী প্রজন্মের মাঝে দুর্নীতি বিরোধী মনোভাব তৈরিতে দুদক দৃঢ়তার সাথে কাজ করবে।

আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী দিবস উপলক্ষে দুদক সংস্থার মিডিয়া সেন্টারে দুর্নীতিবিরোধী কার্টুন প্রদর্শনী ও গণস্বাক্ষরতার আয়োজন করেছে। যা সোমবার বিকেল পাঁচটা পর্যন্ত সবার জন্য উন্মুক্ত থাকবে। একইসঙ্গে রাজধানীর ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউট থেকে শাহবাগ মোড় পর্যন্ত মানববন্ধনের আয়োজন করা হয়েছে।

  • সর্বশেষ
  • পঠিত