ঢাকা, শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১ আপডেট : ৩৩ মিনিট আগে
শিরোনাম

নড়াইলে প্রতিবন্ধীর ওপর হামলা

  নড়াইল প্রতিনিধি

প্রকাশ : ১২ ডিসেম্বর ২০১৯, ০৯:৫৯

নড়াইলে প্রতিবন্ধীর ওপর হামলা

নড়াইল সদর উপজেলার হোগলাডাঙ্গা গ্রামে শারীরিক প্রতিবন্ধী সঞ্জয় বিশ্বাসের (৪০) ওপর হামলার ঘটনা ঘটেছে। আহত অবস্থায় বুধবার রাতে তাকে নড়াইল সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহত সঞ্জয় হোগলাডাঙ্গা গ্রামের মনোরঞ্জন বিশ্বাসের ছেলে।

আহতের ভাই অজয় বিশ্বাস জানান, সঞ্জয় বিশ্বাস হোগলাডাঙ্গা বাজারে বুধবার সন্ধ্যায় এক খরিদ্দারের নিকট সার বিক্রি করছিলেন। এসময় ওই খরিদ্দারকে পার্শ্ববর্তী বালিয়াডাঙ্গা গ্রামের ইমরানসহ ৩/৪ জন দুষ্কৃতিকারী মারধর করতে গেলে তিনি বাধা দেন। এতে ক্ষিপ্ত হয়ে দুষ্কৃতকারীরা প্রতিবন্ধী সঞ্জয় বিশ্বাসের ওপর হামলা চালিয়ে বেপরোয়াভাবে মারধর করে ফেলে রেখে যায়। পরে পার্শ্ববর্তী ব্যবসায়ীরা তাকে উদ্ধার করে নড়াইল সদর হাসপাতালে ভর্তি করে।

বাঁশগ্রাম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সিরাজুল ইসলাম বলেন, কোন কারণ ছাড়াই একজন নিরীহ সার ব্যবসায়ীর ওপর হামলার ঘটনা নিন্দনীয়। হামলার সাথে জড়িতদের অবিলম্বে গ্রেপ্তার ও শাস্তির দাবি জানাই।

নড়াইল সদর হাসপাতালের জরুরী বিভাগের চিকিৎসক মহিউদ্দিন জানান, সঞ্জয় বিশ্বাস নামে একজন রোগী বুধবার রাতে ভর্তি হয়েছেন। তাকে চিকিৎসা সেবা দেয়া হচ্ছে। এক্সরে করার পরামর্শ দেওয়া হয়েছে।

নড়াইল সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইলিয়াস হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ঘটনার সাথে জড়িতদের আটকের চেষ্টা চলছে।

বাংলাদেশ জার্নাল/এসবি

  • সর্বশেষ
  • পঠিত