ঢাকা, মঙ্গলবার, ৩০ এপ্রিল ২০২৪, ১৭ বৈশাখ ১৪৩১ আপডেট : ৯ মিনিট আগে
শিরোনাম

চিরিরবন্দরে বিদ্যুৎস্পৃষ্টে মা-মেয়ের মৃত্যু

  দিনাজপুর প্রতিনিধি

প্রকাশ : ১৪ মে ২০২০, ০১:২৩  
আপডেট :
 ১৪ মে ২০২০, ০১:২৬

চিরিরবন্দরে বিদ্যুৎস্পৃষ্টে মা-মেয়ের মৃত্যু

দিনাজপুরের চিরিরবন্দরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক মা ও তার মেয়ের মৃত্যু হয়েছে। এ ঘটনায় ছেলে গুরুতর আহত হয়েছে।

বুধবার রাত ৯ টায় উপজেলার পুনট্টি গ্রামে এ ঘটনা ঘটে।

মৃতরা হলেন- ওই এলাকার হেমন্ত চন্দ্র রায়ের স্ত্রী সাবিত্রী রানী (৫৫), তার মেয়ে শাপলা রানী (৩৫)।

এলাকাবাসী ও পুলিশ জানায়, আজ সারাদিন বাড়িতে ধান মাড়াই করার পর মা সাবিত্রী রানী গোসল করে বাড়ীর আঙ্গিনায় থাকা বৈদ্যুতিক তারে ভিজা কাপর শুকাতে দিতে গেলে বিদ্যুৎস্পৃষ্ট হয়। মাকে বাঁচাতে মেয়ে শাপলা রানী দৌড়ে এসে মেয়েকে স্পর্শ করলে ঘটনাস্থলে দুজনেরই মৃত্যু হয়। এরপর মা ও বোনকে বাঁচাতে গেলে ভাই ক্ষিতিষ চন্দ্র রায় গুরুত্বর আহত হন। আহত অবস্থায় ক্ষিতিষকে স্থানীয়রা উদ্ধার করে এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়েছে।

বাড়ির বিদ্যুৎ মিটারের তার ছিঁড়ে জিআই তারে বিদ্যুৎ সংযোগ হয়েছিল বলে স্থানীয়রা জানান।

চিরিরবন্দর থানার ওসি সুব্রত সরকার বিদ্যুৎস্পৃষ্টে মা ও মেয়ে মারা যাওয়ার বিষয়টি নিশ্চিত করে বলেন, পুলিশ ঘটনাস্থলে গিয়ে তদন্ত করছে। এ ব্যাপারে থানায় অপমুত্যুর দুটি পৃথক মামলা দায়ের করা হয়েছে।

বাংলাদেশ জার্নাল/আর

  • সর্বশেষ
  • পঠিত