ঢাকা, সোমবার, ২৯ এপ্রিল ২০২৪, ১৬ বৈশাখ ১৪৩১ আপডেট : ২ মিনিট আগে
শিরোনাম

সবার সহায়তা চায় মামুনের পরিবার

  জার্নাল ডেস্ক

প্রকাশ : ২৯ নভেম্বর ২০২০, ১৪:২৯  
আপডেট :
 ২৯ নভেম্বর ২০২০, ১৪:৫৩

সবার সহায়তা চায় মামুনের পরিবার
ছবি: সংগৃহীত

পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ফার্মেসী বিভাগের ৪র্থ বর্ষের শিক্ষার্থী মামুন ভুগছেন দুরারোগ্য মরণব্যাধিতে। তার চিকিৎসার ব্যয় পরিবারের পক্ষে বহন করা সম্ভব হচ্ছে না। তাই দরকার সহায়তার।

মামুনের পুরো নাম মোহাম্মদ মামুনুর রশিদ মামুন। তারা পিতা: মো. শাহ আলম প্রাং। গ্রাম: সোনাহারা। থানা: ফরিদপুর, জেলা: পাবনা। তিনি পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ফার্মেসি বিভাগের চতুর্থ বর্ষে অধ্যয়ণরত ছাত্র। রেজি নং: ১১৩৫০৪৪।

গত ৩ বছর আগে তার Giant cell tumor রোগটি ধরা পড়ে। বাংলাদেশের বিভিন্ন হাসপাতালে চিকিৎসা নেওয়ার পর স্বনামধন্য চিকিৎসকদের পরামর্শে তাকে ভারতে চিকিৎসার জন্য পাড়ি দিতে হয়। তিনি এখনো ভারতের নিউ দিল্লি মেদান্তা হাসপাতালে ধারাবাহিক চিকিৎসারত অবস্থায় আছে। তার পরিবার নিতান্তই গরিব।

পারিবারিক সূত্র বলছে, মামুনের চিকিৎসা বাবদ সব মিলিয়ে আনুমানিক ১০ লাখ টাকার প্রয়োজন। যা তাদের পক্ষে বহন করা একদমই সম্ভব নয়। মামুনের অবস্থা ক্রমশই খারাপ হচ্ছে। অতি দ্রুত তার সার্জারি করা প্রয়োজন। তাই সবার সহোযোগিতা প্রয়োজন।

বাংলাদেশ জার্নাল/এইচকে

  • সর্বশেষ
  • পঠিত