ঢাকা, সোমবার, ২৯ এপ্রিল ২০২৪, ১৬ বৈশাখ ১৪৩১ আপডেট : ৪৭ মিনিট আগে
শিরোনাম

ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে ১০ কিলোমিটার যানজট

  টাঙ্গাইল প্রতিনিধি

প্রকাশ : ১১ জুন ২০২১, ১৬:৪৬  
আপডেট :
 ১১ জুন ২০২১, ১৮:০০

ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে ১০ কিলোমিটার যানজট
সংগৃহীত ছবি।

ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের মির্জাপুর উপজেলার গোড়াই শিল্পাঞ্চল এলাকায় ১০ কিলোমিটার দীর্ঘ যানজটের সৃষ্টি হয়েছে। সড়কে থেমে থেমে চলছে যানবাহন। এতে দুর্ভোগে পড়েছেন যাত্রীরা।

বৃহস্পতিবার রাত থেকে শুরু হওয়া এ যানজট শুক্রবার দুপুর আড়াইটায় পর্যন্ত অব্যাহত রয়েছে বলে জানা গেছে।

সড়কে আটকে থাকা যানবাহনের চালকরা জানায়, যানজট মহসড়কের গোড়াই এলাকার উভয়পাশে অন্তত ১০ কিলোমিটার এলাকা পর্যন্ত বিস্তৃত রয়েছে।

গোড়াই হাইওয়ে পুলিশ জানায়, মহাসড়কের গোড়াই এলাকায় চার লেন প্রকল্পের কাজ চলমান থাকা ও বৃহস্পতিবার রাত থেকে মহাসড়কে যানবাহনের চাপ বৃদ্ধি পাওয়ায় এ যানজটের সৃষ্টি হয়েছে।

বৃহস্পতিবার রাতে মহাসড়কে স্বাভাবিকের চেয়ে অতিরিক্ত যানবাহন চলায় মহাসড়কের ওই এলাকায় থেমে থেমে যান চলতে শুরু করে। শুক্রবার ভোরে সেই যানজট স্থায়ী হয়।

গোড়াই হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোজাফ্ফর হোসেন বলেন, গোড়াই আন্ডারপাসের নির্মাণকাজ চলছে। এছাড়া যানবাহনের চাপ থাকায় এ যানজটের সৃষ্টি হয়েছে। এ অবস্থা নিরসনে পুলিশ কাজ করছে।

বাংলাদেশ জার্নাল/এমএ

  • সর্বশেষ
  • পঠিত