ঢাকা, মঙ্গলবার, ০৭ মে ২০২৪, ২৪ বৈশাখ ১৪৩১ আপডেট : ৪ মিনিট আগে
শিরোনাম

রাজবাড়ীতে কঠোর বিধিনিষেধ আরোপ

  রাজবাড়ী প্রতিনিধি

প্রকাশ : ২১ জুন ২০২১, ১১:১৫  
আপডেট :
 ২১ জুন ২০২১, ১২:০৫

রাজবাড়ীতে কঠোর বিধিনিষেধ আরোপ
সংগৃহীত।

রাজবাড়ীর সদর, পাংশা ও গোয়ালন্দ পৌরসভা এলাকায় করোনা আক্রান্তের সংখ্যা আশঙ্কাজনক হারে বৃদ্ধি পাওয়ায় কঠোর বিধিনিষেধ আরোপ করেছে জেলা প্রশাসন। এ সময় ১৩ দফা নির্দেশনাও দেওয়া হয়।

সোমবার থেকে আগামী ২৮ জুন দিনগত রাত ১২টা পর্যন্ত কঠোর বিধিনিষেধ আরোপ করা হয়েছে।

গত রোববার বিকালে রাজবাড়ী কালেক্টরেটের সম্মেলন কক্ষে জেলা প্রশাসক দিলসাদ বেগমের সভাপতিত্বে করোনাভাইরাস প্রতিরোধ জেলা কমিটির সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।

সভায় রাজবাড়ী-১ আসনের সংসদ সদস্য কাজী কেরামত আলী, পুলিশ সুপার এমএম শাকিলুজ্জামান, সিভিল সার্জন ডা. মোহাম্মদ ইব্রাহিম টিটন, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান অ্যাড. ইমদাদুল হক বিশ্বাস, রাজবাড়ী পৌরসভার মেয়র মো. আলমগীর শেখ তিতু ,অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট সরকার আবদুল আল মামুন বাবুসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

সভাসূত্রে জানা যায়, গোয়ালন্দ পৌরসভার করোনা উপসর্গ নিয়ে পরীক্ষা করা ব্যক্তিদের মধ্যে ৮৬ শতাংশ, রাজবাড়ী পৌরসভার ৩৬ শতাংশ এবং পাংশা পৌরসভার ৪০ শতাংশ করোনায় আক্রান্ত।

রাজবাড়ীর ভারতীয় ভ্যারিয়েন্ট ধরা পড়ার কারণে দ্রুত এ সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। সভাশেষে জেলা প্রশাসনের পক্ষ থেকে ১৩ দফা নির্দেশনা দেওয়া হয়েছে।

বাংলাদেশ জার্নালে/এমএ

  • সর্বশেষ
  • পঠিত