ঢাকা, রোববার, ২৮ এপ্রিল ২০২৪, ১৫ বৈশাখ ১৪৩১ আপডেট : ৪ মিনিট আগে
শিরোনাম

জেলা পুলিশের ৩ কৃতি নারীকে সম্মাননা

  লক্ষ্মীপুর প্রতিনিধি

প্রকাশ : ১৬ এপ্রিল ২০১৯, ১৫:০৪

জেলা পুলিশের ৩ কৃতি নারীকে সম্মাননা

জাতীয় পর্যায়ে বিভিন্ন অঙ্গনে অবদান রাখায় লক্ষ্মীপুরের ৩ কৃতি নারীকে সম্মাননা প্রদান করলো লক্ষ্মীপুর জেলা পুলিশ।

বাংলা নববর্ষ উদযাপন উপলক্ষ্যে লক্ষ্মীপুর পুলিশ লাইনস মাঠে সোমবার সন্ধ্যায় আয়োজিত অনুষ্ঠানে সম্মাননা স্মারক প্রদান করা হয়।

সম্মাননা পাওয়া ওই ৩ নারী হলো এভারেস্ট বিজয়ী নিশীত মজুমদার, জাতীয় অঙ্গনের নাট্যাভিনেত্রী হুমায়রা হিমু ও ভ্রমন পিপাসু নাজনিন আক্তার। তারা সকলেই লক্ষ্মীপুরের বাসিন্দা।

চট্টগ্রাম রেঞ্জের অতিরিক্ত ডিআইজি এ এস এম রোকন উদ্দিন ও অতিরিক্ত ডিআইজি আবুল ফয়েজ আহম্মদসহ অতিথিবৃন্দ কৃতি নারীদের হাতে সম্মাননা স্মারক তুলে দেন।

এ উপলেক্ষ্যে আলোচনা সভায় সভাপতিত্ব করেন লক্ষ্মীপুরের পুলিশ সুপার আ.স.ম.মাহাতাব উদ্দিন। অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, লক্ষ্মীপুর-২ রায়পুর আসনের সংসদ সদস্য কাজী শহীদুল ইসলাম পাপুল, মিল্ক ভিটার সাবেক পরিচালক মিজানুর রহমান, জেলা আওয়ামী লীগের সভাপতি গোলাম ফারুক পিংকু, সাধারণ সম্পাদক এডভোকেট নুরউদ্দিন চৌধুরী নয়ন, পৌর মেয়র মো. আবু তাহের, সদর উপজেলা চেয়ারম্যান এ কে এম সালাহ্উদ্দিন টিপু, রায়পুর উপজেলা চেয়ারম্যান অধ্যক্ষ মামুনুর রশিদ, প্রেসক্লাবের সভাপতি কামাল উদ্দিন হাওলাদার , সাধারণ সম্পাদক সাইদুল ইসলাম পাবেল সহ জেলার বিভিন্ন শ্রেণি-পেশার প্রতিনিধিবৃন্দ।

সম্মাননা প্রদান শেষে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এতে জেলার স্থানীয় শিল্পীরা ছাড়াও ঢাকা থেকে আগত জনপ্রিয় কন্ঠশিল্পীরা গান পরিবেশন করেন। জেলার বিভিন্ন উপজেলা থেকে আগত আমন্ত্রিত অতিথিরা ছাড়াও জেলার সর্বস্তরের কয়েক হাজার মানুষ শিল্পীদের পরিবেশিত গান উপভোগ করেন।

এর আগে সকাল থেকে দিনব্যাপী ব্যাপক উৎসাহ-উদ্দিপনার মধ্য দিয়ে জেলা পুলিশ নববর্ষ উদযাপন করে। সোমবার সকাল সাড়ে ১০টার দিকে পুলিশ লাইন্স মাঠে পুলিশ সদস্যদের অংশগ্রহণে দেশাত্ববোধক গানের কোরিওগ্রাফী প্রদর্শনে বর্ষবরণ অনুষ্ঠানের শুভ সূচনা করা হয়।

লক্ষ্মীপুর জেলা পুলিশ লাইন্স মাঠে এ আয়োজনে আবহমান বাংলার লোকজ সংস্কৃতির বিভিন্ন উপাদান প্রদর্শনের নিমিত্তে জেলার ৫ টি থানা,জেলা কমিউনিটি পুলিশিং,পুনাকসহ জেলা পুলিশের বিভিন্ন বিভাগের স্টল বসে।

দিনব্যাপী এই আয়োজনে অতিথি ও দর্শনার্থীরা এসব ষ্টল পরিদর্শন করেন।

বাংলাদেশ জার্নাল/টিপিবি

  • সর্বশেষ
  • পঠিত