ঢাকা, রোববার, ২৮ এপ্রিল ২০২৪, ১৫ বৈশাখ ১৪৩১ আপডেট : ১ ঘন্টা আগে
শিরোনাম

পেঁয়াজের ট্রাকে ফেনসিডিল, আটক ২

  সাভার (ঢাকা) প্রতিনিধি

প্রকাশ : ৩০ এপ্রিল ২০১৯, ০৯:০৬

পেঁয়াজের ট্রাকে ফেনসিডিল, আটক ২

সাভারের আমিনবাজারে পেয়াঁজ ভর্তি ট্রাক থেকে ছয় বস্তা ফেনসিডিল উদ্ধার করেছে পুলিশ।

সোমবার রাতে চাঁপাইনবাবগঞ্জ থেকে ঢাকাগামী ওই ট্রাকে অভিযান চালিয়ে ফেনসিডিলসহ ট্রাক মালিক ও চালককে আটক করে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি-উত্তর)

আটকরা হলেন, ট্রাকের মালিক ও মাদক ব্যবসায়ী মো. সায়মন। তিনি আমিনবাজার এলাকার বড়দেশী গ্রামের মো. মোশারফ হোসেনর ছেলে। অপরজন ট্রাকচালক মো. আমজাদ হোসেন।

তিনি ভার্কুতার মুগড়াকান্দা গ্রামের মো. ইসমাইল হোসেনের ছেলে। তাদের কাছ থেকে উদ্ধার করা ছয়টি বস্তায় এক হাজার ২০০ বোতল ফেনসিডিল পাওয়া গেছে।

এ বিষয়ে গোয়েন্দা পুলিশের (ডিবি-উত্তর) উপ-পরিদর্শক মো. নজরুল ইসলাম জানান, বিভিন্ন পণ্য সরবরাহের আড়ালে এই চক্রটি দীর্ঘদিন ধরে মাদক ব্যবসা পরিচালনা করে আসছিল।

ট্রাকের মালিক সায়মান চিহ্নিত মাদক ব্যবসায়ী। এর আগেও তিনি মাদক পাচারের অভিযোগে রাজশাহীতে গ্রেপ্তার হয়েছিলেন।

ট্রাক কেনা হয়েছে পণ্য সরবরাহের আড়ালে মাদক ব্যবসার জন্য। তাদের বিরুদ্ধে সাভার মডেল থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

বাংলাদেশ জার্নাল/টিপিবি

  • সর্বশেষ
  • পঠিত