ঢাকা, সোমবার, ২৯ এপ্রিল ২০২৪, ১৬ বৈশাখ ১৪৩১ আপডেট : ০১ জানুয়ারি, ১৯৭০
শিরোনাম

এডিসের লার্ভা পাওয়ায় দুই প্রতিষ্ঠানকে ৬০ হাজার টাকা জরিমানা

  সিলেট প্রতিনিধি

প্রকাশ : ২২ আগস্ট ২০১৯, ১৬:০২

এডিসের লার্ভা পাওয়ায় দুই প্রতিষ্ঠানকে ৬০ হাজার টাকা জরিমানা

সিলেট নগরীর চৌহাট্টা এলাকায় এর আগে পাওয়া গিয়েছিল ডেঙ্গু রোগ বহনকারী এডিস মশার লার্ভার অস্তিত্ব। এরই ধারাবাহিকতায় এবার সিলেট সিটি কর্পোরেশনের ২৬নং ওয়ার্ডের বিভিন্ন স্থানে এডিস মশার লার্ভা পাওয়া গেছে।

বৃহস্পতিবার দুপুরে সিসিকের উদ্যোগে নগরীর ২৬ নং ওয়ার্ডের কদমতলি এলাকায় অভিযানকালে এসব লার্ভা পাওয়া যায়। এসময় এডিস মশার লার্ভা পাওয়া তিন প্রতিষ্ঠানের মধ্যে দুটিকে জরিমানা করে সিসিক।

এর মধ্যে ঢাকা মোটরসকে ৫০ হাজার, কাকলি মোটরসকে ১০ হাজার জরিমানা করা হয়। এছাড়া ভাইভাই মটরস নামের একটি প্রতিষ্ঠানে মালামাল জব্দ করা হয়।

এসময় সিলেট সিটি কর্পোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরী, ২৬ নং ওয়ার্ড কাউন্সিলর তৌফিক বক্স লিপনসহ সিলেট মেট্রোপলিটন পুলিশের সদস্যরা ছাড়াও সিসিকের সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।

এদিকে ডেঙ্গু রোগ বহনকারী এডিস মশার লার্ভা সিলেট নগরীর বিভিন্ন এলাকায় ছড়িয়ে পড়ায় জনমনে আতঙ্ক দেখা দিয়েছে। এ ব্যাপারে সংশ্লিষ্টদের জরুরি পদক্ষেপ নেয়ার অনুরোধ জানিয়েছেন তারা।

বাংলাদেশ জার্নাল/এনকে

  • সর্বশেষ
  • পঠিত