ঢাকা, রোববার, ২৮ এপ্রিল ২০২৪, ১৫ বৈশাখ ১৪৩১ আপডেট : ১০ মিনিট আগে
শিরোনাম

শ্রমিক বিক্ষোভ, অবরুদ্ধ বিজিএমইএ অফিস

  নিজস্ব প্রতিবেদক

প্রকাশ : ২৩ আগস্ট ২০২০, ১৪:৩৩

শ্রমিক বিক্ষোভ, অবরুদ্ধ বিজিএমইএ অফিস

ফাউন্টেন গার্মেন্টসের নয় শতাধিক শ্রমিকের চার মাসের বেতন বকেয়া রেখে কারখানা লে অফ ঘোষণা করার প্রতিবাদে রাজধানীর উত্তরায় বিজিএমইএ প্রধান কার্যালয় ঘেরাও করে রেখেছে বিক্ষুব্ধ শ্রমিকরা।

রোববার সকাল সাড়ে দশটায় আশুলিয়ার বাইপাইল থেকে এসে ফাউন্টেন গার্মেন্টসের শ্রমিকরা বিজিএমইএ কার্যালয় ঘেরাও করে বিক্ষোভ করতে থাকে। দুপুর দেড়টায় এ রিপোর্ট লেখা পর্যন্ত বিজিএমইএ কার্যালয় অবরুদ্ধ রয়েছে।

উক্ত গার্মেন্টসের সিনিয়র অপারেটর রঞ্জু জানান, না খেয়ে অনেক কষ্ট করে থাকতেছি। বাসা ভাড়া দিতে না পারায় বৃষ্টির মধ্যে বাসা থেকে বের করে দিয়েছে। বকেয়া বেতন পরিশোধ না করলে কিভাবে সংসার চালাব বুঝতেছিনা। বকেয়া বেতনের বিষয়ে বিজিএমইএ কর্মকর্তারা কোন রুপ ফয়সালা করতে পারছে না।

বাংলাদেশ জার্নাল/ওয়াইএ

  • সর্বশেষ
  • পঠিত