ঢাকা, শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১ আপডেট : ১ মিনিট আগে
শিরোনাম

যাত্রাবাড়ীতে শ্রমিক বিক্ষোভ, যান চলাচল বন্ধ

  জার্নাল ডেস্ক

প্রকাশ : ০৭ মে ২০১৯, ১২:১০  
আপডেট :
 ০৭ মে ২০১৯, ১২:১৮

যাত্রাবাড়ীতে শ্রমিক বিক্ষোভ, যান চলাচল বন্ধ

রাজধানীর যাত্রাবাড়ী এলাকায় সকাল থেকে অবরোধ করে রেখেছেন কয়েক’শ পাটকল শ্রমিক। সকাল ৮টা থেকে ঢাকার লতিফ বাওয়ানী মিল ও করিম জুট মিলের শ্রমিকরা লাঠি হাতে যাত্রাবাড়ী মোড়ে অবস্থান নেয়। এ কারণে যাত্রাবাড়ী মোড় দিয়ে সব ধরনের যানবাহন চলাচল বন্ধ হয়ে গেছে।

শ্রমিকেরা বলছেন, আট সপ্তাহ ধরে তাদের বেতন দেওয়া হচ্ছে না। বেতন না পেয়ে মানবেতর জীবনযাপন করছেন তারা। অন্যদিকে যাত্রাবাড়ী মোড় অবরোধ করায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের গাড়িও ঢাকায় ঢুকতে পারছে না। এমনকি মহাসড়কে ভয়াবহ যানজটের সৃষ্টি হয়েছে।

লতিফ বাওয়ানী মিলের শ্রমিক আবদুর রাজ্জাক সাংবাদিকদের বলেন, আট মাস ধরে আমাদেরকে বেতন দেয়া হচ্ছে না। বেতন না পেয়ে কঠিন কষ্টে আছেন অনেকেই। করিম জুটমিলের শ্রমিক শামসুল হক বলেন, আজ প্রথম রোজার দিন। দুই মাস ধরে বেতন পাচ্ছি না। কীভাবে সংসার চালাবো?

শ্রমিক গাজিউল ইসলাম বলেন, বেতন দেওয়া হচ্ছে না। আমরা শ্রমিকেরা সংসার চালাতে পারছি না। লতিফ বাওয়ানি মিলের শ্রমিক ইসহাক মিয়া বলেন, দুই মাস ধরে বেতন পাচ্ছি না। বেতন বাড়াতে হবে।

বিক্ষোভ চলাকালে সকাল সাড়ে ১০টার দিকে আন্দোলনরত শ্রমিকদের ধাওয়া দেয় পুলিশ। শ্রমিকরা এখন ঢাকা-ডেমরা রোডে অবস্থান নিয়েছেন।

বাংলাদেশ জার্নাল/ওয়াইএ

  • সর্বশেষ
  • পঠিত