ঢাকা, রোববার, ২৮ এপ্রিল ২০২৪, ১৫ বৈশাখ ১৪৩১ আপডেট : ৮ মিনিট আগে
শিরোনাম

বিএইচবিএফসি’র প্রশিক্ষণ কোর্স অনুষ্ঠিত

  নিজস্ব প্রতিবেদক

প্রকাশ : ২৫ এপ্রিল ২০২১, ২২:০২

বিএইচবিএফসি’র প্রশিক্ষণ কোর্স অনুষ্ঠিত

বাংলাদেশ হাউজ বিল্ডিং ফাইনান্স কর্পোরেশনের (বিএইচবিএফসি) আয়োজনে ‘APA Formulation & Implementation’ শীর্ষক দুই দিনের এক ভার্চুয়াল প্রশিক্ষণ কোর্স অনুষ্ঠিত হয়েছে।

কোর্সটির শুভ উদ্বোধন করেন কর্পোরেশনের ব্যবস্থাপনা পরিচালক মো. আফজাল করিম। উদ্বোধনী অনুষ্ঠান সঞ্চালনা করেন মহাব্যবস্থাপক প্রলয় কুমার ভট্টাচার্য্য।

কোর্সের ১ম দিনে আর্থিক প্রতিষ্ঠান বিভাগের অতিরিক্ত সচিব ও এপিএ টিম লিডার এ. বি. এম. রুহুল আজাদ ‘Concept of Government Performance Management System’ বিষয়ে সেশন পরিচালনা করেন।

আর্থিক প্রতিষ্ঠান বিভাগের যুগ্ন সচিব ও এপিএ ফোকাল পয়েন্ট রুখসানা হাসিন APA Guidelines বিষয়ে উপস্থাপনা পেশ করেন। রিসোর্স পার্সনদ্বয়ের বিষয়ভিত্তিক স্লাইড শেয়ারিং, জ্ঞানগর্ভ আলোচনা হয়। এতে প্রশিক্ষনার্থীদের স্বতস্ফুর্ত অংশগ্রহণ ছিল।

কর্পোরেশনের সকল মহাব্যবস্থাপক, উপমহাব্যবস্থাপক/বিভাগীয় প্রধানসহ সর্বস্তরের কর্মকর্তাগণ কোর্সে অংশগ্রহণ করেন। রিসোর্স পার্সনদের বিভিন্ন তথ্য-উপাত্ত দিয়ে সহায়তা করেন বিএইচবিএফসি’র মহাব্যবস্থাপক ও এপিএ ফোকাল পয়েন্ট অরুন কুমার চৌধুরী।

কোর্সের ২য় দিনে ‘APA Monitoring and Evaluation’ শীর্ষক এক সেশন পরিচালনা করেন আর্থিক প্রতিষ্ঠান বিভাগের উপ-সচিব ও এপিএ টিম মেম্বার মোসাম্মাৎ জোহরা খাতুন।

বাংলাদেশ জার্নাল/এমআর/কেআই

  • সর্বশেষ
  • পঠিত