ঢাকা, শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১ আপডেট : ৩৬ মিনিট আগে
শিরোনাম

২২১ শিক্ষককে এমপিওভুক্তির সিদ্ধান্ত

  জার্নাল ডেস্ক

প্রকাশ : ২১ জানুয়ারি ২০২০, ২১:৩০

২২১ শিক্ষককে এমপিওভুক্তির সিদ্ধান্ত

আরও ২২১ জন শিক্ষক-কর্মচারীকে এমপিওভুক্তর আওতায় আনা হচ্ছে। মঙ্গলবার মাদরাসার শিক্ষক-কর্মচারীদের এমপিও অনুমোদন কমিটির সভায় এ সিদ্ধান্ত হয়।

রাজধানীর ইস্কাটন গার্ডেন রোডে অধিদপ্তরের সভাকক্ষে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন মাদরাসা শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক সফিউদ্দিন আহমদ।

সূত্র জানায়, জানুয়ারি মাসের এমপিও কমিটির সভায় মাদরাসার ২২১ জন শিক্ষক-কর্মচারীকে এমপিওভুক্ত করার সিদ্ধান্ত নেয়া হয়েছে।

এদের মধ্যে- বরিশাল অঞ্চলের ৩২জন, চট্টগ্রাম অঞ্চলের ১৮ জন, কুমিল্লা অঞ্চলের ২৪ জন, ঢাকা অঞ্চলের ২০জন, খুলনা অঞ্চলের ৩৮জন, ময়মনসিংহ অঞ্চলের ২৮ জন, রাজশাহী অঞ্চলের ২৩ জন, রংপুর অঞ্চলের ৩৩ জন ও সিলেট আঞ্চলের ৫ জন শিক্ষক কর্মচারী রয়েছেন।

তথ্য মতে, সভায় শিক্ষক-কর্মচারীদের এমপিও (বকেয়াসহ), টাইম স্কেল বা সিলেকশন গ্রেড, বিএড স্কেল, প্রতিষ্ঠান প্রধান এবং সহকারী প্রধানদের অভিজ্ঞতার জন্য উচ্চতর স্কেল, ইনডেক্সধারী প্রতিষ্ঠান প্রধানদের অভিজ্ঞতার স্কেল, সহকারী অধ্যাপক পদের স্কেল, এমপিও, বিভিন্ন পর্যায়ের শিক্ষক এবং তৃতীয় ও চতুর্থ শ্রেণির কর্মচারীদের এমপিও বিষয় নিয়ে আলোচনা হয়েছে।

এছাড়া শিক্ষক নিয়োগে শূন্যপদের তথ্য সংগ্রহ নিয়েও সভায় আলোচনা হয়।

  • সর্বশেষ
  • পঠিত