ঢাকা, সোমবার, ২৯ এপ্রিল ২০২৪, ১৬ বৈশাখ ১৪৩১ আপডেট : ১ ঘন্টা আগে
শিরোনাম

উচ্চতর গ্রেড পেলেন যে ৩৩ শিক্ষক

  জার্নাল ডেস্ক

প্রকাশ : ২৩ জানুয়ারি ২০২০, ১১:৪১

উচ্চতর গ্রেড পেলেন ৩৩ শিক্ষক

স্কুল-কলেজের ৩৩ জন এমপিওভুক্ত শিক্ষককে টাইমস্কেল বা উচ্চতর গ্রেড দেয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। গতকাল বুধবার মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরে অনুষ্ঠিত এমপিও কমিটির সভায় এ সিদ্ধান্ত হয়।

তবে টাইমস্কেল বন্ধ থাকলেও এই সংখ্যক টাইমস্কেল কীভাবে দেয়া হলো তার কোনও ব্যাখ্যা দেয়নি অধিদপ্তরের কর্মকর্তারা। তবে, অন্য একটি সূত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরে মামলা মোকদ্দমাসহ বিভিন্ন কারণে যাদের টাইমস্কেল আটকে ছিলো তাদের আবেদনের প্রেক্ষিতেই দেয়া হয়েছে।

আরও পড়ুন:- প্রাথমিকের জন্য অর্থ বরাদ্দ ও জরুরি নির্দেশনা জারি

তথ্য মতে, টাইমস্কেল পাওয়া ৩৩ শিক্ষকের মধ্যে বরিশাল অঞ্চলের ২ জন, কুমিল্লা অঞ্চলের ৩ জন, ঢাকার ৫ জন, খুলনার ৩ জন, ময়মনসিংহ অঞ্চলের ৩ জন, রাজশাহী অঞ্চলের ৩ জন, রংপুরের ১৩ জন এবং সিলেট অঞ্চলের ১ জন শিক্ষককে টাইমস্কেল দেয়ার সিদ্ধান্ত হয়।

আরও পড়ুন:- ১৭তম শিক্ষক বিজ্ঞপ্তি নিয়ে সুখবর দিলেন এনটিআরসিএর চেয়ারম্যান

সভায় এমপিওর আওতাভুক্ত শূন্যপদে কর্মরত ইনডেক্সবিহীন শিক্ষকদের এমপিওভুক্তি, ইনডেক্সধারী প্রতিষ্ঠান প্রধান ও সহপ্রধানদের অভিজ্ঞতার উচ্চতর স্কেল, সহকারী অধ্যাপক পদের স্কেল, বিএড স্কেল, সহকারী লাইব্রেরিয়ান পদের এমপিওসহ বিভিন্ন বিষয়ে আলোচনা হয়েছে।

আরএ

  • সর্বশেষ
  • পঠিত