ঢাকা, সোমবার, ২৯ এপ্রিল ২০২৪, ১৬ বৈশাখ ১৪৩১ আপডেট : ৩৭ মিনিট আগে
শিরোনাম

শিক্ষক-কর্মচারীদের বেতন নিয়ে মাউশির জরুরি বিজ্ঞপ্তি

  জার্নাল ডেস্ক

প্রকাশ : ২৭ ফেব্রুয়ারি ২০২০, ১৪:৩৭

শিক্ষক-কর্মচারীদের বেতন নিয়ে মাউশির জরুরি বিজ্ঞপ্তি

বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের মধ্যে স্কুল ও কলেজের শিক্ষক-কর্মচারীদের ফেব্রুয়ারি মাসের বেতন-ভাতার চেক ছাড় দেয়া হয়েছে। বৃহস্পতিবার (২৭ ফেব্রুয়ারি) আটটি চেক নির্ধারিত অনুদান বণ্টনকারী চারটি ব্যাংকে পাঠানো হয়েছে বলে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদফতর (মাউশি) থেকে জানানো হয়েছে।

আরো পড়ুন: শিক্ষক নিয়োগে হঠাৎ এনটিআরসিএ’র জরুরি নির্দেশনা

মাউশির উপ-পরিচালক (সাধারণ প্রশাসন) মো. রুহুল মমিন স্বাক্ষরিত পাঠানো এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের (স্কুল-কলেজ) শিক্ষক-কর্মচারীদের ফেব্রুয়ারি মাসের বেতন-ভাতার সরকারি অংশের আটটি চেক ব্যাংকে জমা দেয়া হয়েছে।

আরো পড়ুন: আগামী বছর থেকে ‘কষ্ট বাড়ছে’ প্রাথমিক শিক্ষকদের​

এসব চেক অগ্রণী ও রুপালী ব্যাংকের প্রধান কার্যালয়ে এবং জনতা ও সোনালী ব্যাংকের স্থায়ী কার্যালযে হস্তান্তর করা হয়েছে। শিক্ষক-কর্মচারীরা আগামী ৮ মার্চ পর্যন্ত নিজ নিজ ব্যাংক অ্যাকাউন্ট থেকে বেতন-ভাতার সরকারি অংশ উত্তোলন করতে পারবেন বলেও উল্লেখ করা হয়েছে।

আরো পড়ুন: প্রাথমিক শিক্ষকদের বেতন বৃদ্ধি নিয়ে যে প্রস্তাব গেছে মন্ত্রণালয়ে​

জানা গেছে, এখন পর্যন্ত কারিগরি ও মাদরাসা শিক্ষক-কর্মচারীদের ফেব্রুয়ারি মাসের বেতন-ভাতার সরকারি অংশ ছাড় দেয়া হয়নি। তবে বৃহস্পতিবার বিকেলে এ স্তরের শিক্ষকদের বেতন-ভাতা ব্যাংকে জমা হওয়ার কথা রয়েছে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা।

বাংলাদেশ জার্নাল/ওয়াইএ

  • সর্বশেষ
  • পঠিত