ঢাকা, সোমবার, ২৯ এপ্রিল ২০২৪, ১৬ বৈশাখ ১৪৩১ আপডেট : ৬ মিনিট আগে
শিরোনাম

তদবির ছাড়াই সারা বছর বদলি হতে পারবেন প্রাথমিকের শিক্ষকরা

  ময়মনসিংহ প্রতিনিধি

প্রকাশ : ২৮ ফেব্রুয়ারি ২০২০, ১১:৪১

তদবির ছাড়াই প্রাথমিকের শিক্ষকদের বদলি

সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকরা এখন থেকে তদবির ছাড়াই বদলি হতে পারবেন বলে জানিয়েছেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মো. জাকির হোসেন।

বৃহস্পতিবার ময়মনসিংহের নান্দাইল উপজেলার মানসম্মত প্রাথমিক শিক্ষা অর্জনে সামাজিক উদ্বুদ্ধকরণ ও একটি মা সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

আরো পড়ুন: প্রাথমিকের স্কুল শুরু ১০টায়!​

মন্ত্রী বলেন, ‘এখন থেকে প্রাথমিকের শিক্ষকদের বদলির জন্য কোন রকমের তদবির করতে হবে না। সারা বছরেই তারা বদলি হতে পারবেন।’

মন্ত্রী বলেন, ‘বঙ্গবন্ধু ৩৬ হাজার ১৭৩টি প্রাথমিক বিদ্যালয় সরকারিকরণ করেছিলেন। তার পর কত সরকার এল কিন্তু কোনো সরকারই বেসরকারি প্রাথমিক বিদ্যালয়গুলো সরকারিকরণ করেনি। বাবার পর আবার প্রধানমন্ত্রী শেখ হাসিনা ২৬ হাজার ১৬৫টি প্রাথমিক বিদ্যালয় সরকারিকরণ করেছেন। প্রাথমিক শিক্ষকদের সারাবছর বদলির ব্যবস্থা করেছেন।’

আরো পড়ুন: প্রাথমিকের কর্মঘণ্টা এক ও অভিন্ন!​

জাকির হোসেন আরো বলেন, ‘দেশের সকল প্রাথমিক বিদ্যালয়ে মানসম্মত শিক্ষা ব্যবস্থার জন্য নতুন নতুন পরিকল্পনা হাতে নেয়া হয়েছে। বিনামূল্যে বই বিতরণের পাশাপাশি দুপুরের খাবারের ব্যবস্থা করা হয়েছে। আগামীতে পোশাক ও বেগ দেয়ার পরিকল্পনা ইতোমধ্যে গ্রহণ করা হয়েছে। এসব পরিকল্পনার বাস্তবায়ন খুব শীঘ্রই হবে।’

অন্যদিকে সমাবেশে মায়েদের ১০টায় স্কুলের সময়সূচি করার দাবির পরিপ্রেক্ষিতে প্রতিমন্ত্রী বলেন, ‘নান্দাইল থেকেই পরীক্ষামূলকভাবে ১০টায় স্কুল শুরুর সময়ের একটা প্রজ্ঞাপন জারি করা হবে। যদি সবকিছু ঠিকঠাক থাকে তাহলে এই পদ্ধতি সারা দেশে বাস্তবায়ন করা হবে।’

আরো পড়ুন: প্রাথমিক শিক্ষকদের বেতন নিয়ে গণশিক্ষা প্রতিমন্ত্রীর সুখবর​

এরপর প্রতিমন্ত্রী উপজেলার চামারুল্লা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে গিয়ে নতুন ভবনের ভিত্তি প্রস্তুর স্থাপন করেন। সমাবেশ শেষে বিকেল চারটায় স্থানীয় চন্ডীপাশা মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে আয়োজিত প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও সহকারি শিক্ষকদের সাথে এক মতবিনিময় সভায় মিলিত হন তিনি।

বাংলাদেশ জার্নাল/ওয়াইএ

  • সর্বশেষ
  • পঠিত