ঢাকা, সোমবার, ২৯ এপ্রিল ২০২৪, ১৬ বৈশাখ ১৪৩১ আপডেট : ১ ঘন্টা আগে
শিরোনাম

করোনা শঙ্কায় ক্লাস-পরীক্ষা বর্জন রুয়েট শিক্ষার্থীদের

  রাবি প্রতিনিধি

প্রকাশ : ১৫ মার্চ ২০২০, ১৯:৫৯  
আপডেট :
 ১৫ মার্চ ২০২০, ২০:০৮

করোনা শঙ্কায় ক্লাস-পরীক্ষা বর্জন রুয়েট শিক্ষার্থীদের

করোনাভাইরাস ছড়িয়ে পড়ার আশঙ্কায় অনির্দিষ্টকালের জন্য ক্লাস-পরীক্ষা বর্জনের ঘোষণা দিয়েছে রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (রুয়েট) শিক্ষার্থীরা।

রোববার বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা এ ঘোষণা দেন।

এ বিষয়ে রুয়েটের ইলেকট্রিক্যাল এন্ড ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং (ইইই) বিভাগের ষষ্ঠ সেমিস্টারের শিক্ষার্থী মাঈন উদ্দীন বলেন, করোনাভাইরাস শঙ্কায় সোমবার থেকে অনির্দিষ্টকালের জন্য আমরা ক্লাস-পরীক্ষা বর্জন করেছি। করোনা আতঙ্ক না কাটা পর্যন্ত ক্লাসে আমরা ক্লাসে ফিরবো না।

রুয়েটের ছাত্রকল্যাণ পরিচালক অধ্যাপক ড. রবিউল আওয়াল বলেন, শিক্ষার্থীদের একটি অংশ ক্লাস-পরীক্ষা বর্জনের ঘোষণা দিয়েছে। আমরা এখনো বন্ধের বিষয়ে সিদ্ধান্ত নেইনি। রুটিন অনুযায়ী বিশ্ববিদ্যালয়ের কাজ চলবে।

বাংলাদেশ জার্নাল/আর

  • সর্বশেষ
  • পঠিত