ঢাকা, সোমবার, ২৯ এপ্রিল ২০২৪, ১৬ বৈশাখ ১৪৩১ আপডেট : ৩১ মিনিট আগে
শিরোনাম

ঢাকা কলেজে অনলাইনে ক্লাস শুরু আজ

  জার্নাল ডেস্ক

প্রকাশ : ০১ এপ্রিল ২০২০, ০৬:৩৬

ঢাকা কলেজে অনলাইনে ক্লাস শুরু আজ

করোনা পরিস্থিতিতে সারাদেশের সব শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ ঘোষণা করেছে সরকার। বন্ধের এই সময়ে ঢাকা কলেজের উচ্চমাধ্যমিক শ্রেণির শিক্ষার্থীদের জন্য অনলাইনে ক্লাসের ব্যবস্থা করেছে কলেজ প্রশাসন।

মঙ্গলবার রাতে ঢাকা কলেজের ভেরিফাইড ফেসবুক পেজে এক বিজ্ঞপ্তিতে এমনটি জানানো হয়।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, ঢাকা কলেজ কর্তৃপক্ষ বন্ধকালীন উচ্চমাধ্যমিক শ্রেণির ছাত্রদের অনলাইনে ক্লাস পরিচালনার উদ্যোগ গ্রহণ করেছে। আজ বুধবার বিকেল ৩টায় ঢাকা কলেজের ফেসবুক পেজে এই কার্যক্রম শুরু হচ্ছে।

বিজ্ঞপ্তিতে উচ্চমাধ্যমিক শ্রেণির সকল ছাত্রকে অংশগ্রহণের জন্য অনুরোধ করা হয়।

ঢাকা কলেজের অধ্যক্ষ প্রফেসর নেহাল আহমেদ জানান, অনলাইনে শিক্ষার্থীরা প্রতিদিন দুইটা ক্লাস করার সুযোগ পাবে। ক্লাসগুলো ঢাকা কলেজের অফিসিয়াল ফেসবুক পেজে এবং ইউটিউবে পাওয়া যাবে।

তিনি বলেন, এটি সম্পূর্ণ আমাদের ব্যক্তিগত উদ্যোগ। শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ থাকায় শিক্ষার্থীরা বাসায় অবস্থান করছে। আমরা চিন্তা করলাম যদি অনলাইনে ক্লাসের ব্যবস্থা করি তাহলে অন্তত শিক্ষার্থীরা উপকৃত হবে। পরে কয়েকজন শিক্ষকের সাথে আলোচনা করে আমরা সিদ্ধান্ত নেই।

কলেজ প্রশাসনের এমন উদ্যোগকে স্বাগত জানিয়েছেন শিক্ষক-শিক্ষার্থীরা।

বাংলাদেশ জার্নাল/আর

  • সর্বশেষ
  • পঠিত