ঢাকা, রোববার, ২৮ এপ্রিল ২০২৪, ১৫ বৈশাখ ১৪৩১ আপডেট : ৩ মিনিট আগে
শিরোনাম

সুরকার আজাদ রহমানের মৃত্যুতে শিক্ষামন্ত্রীর শোক

  নিজস্ব প্রতিবেদক

প্রকাশ : ১৬ মে ২০২০, ২০:২৯

সুরকার আজাদ রহমানের মৃত্যুতে শিক্ষামন্ত্রীর শোক

বিখ্যাত সুরকার গুণী সংগীতজ্ঞ আজাদ রহমানের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন শিক্ষামন্ত্রী ডা.দীপু মনি এমপি।

এক শোক বার্তায় মন্ত্রী বলেন ওস্তাদ আজাদ রহমান সঙ্গীতাচার্য তারাপদ চক্রবর্তী এবং কিংবদন্তীতুল্য ধ্রুপদ গুরু হোসেইনুদ্দীন ডাগর (তানসেন পান্ডে হিসেবে খ্যাত) এর শিষ্য ছিলেন। তিনি বাংলা খেয়াল রচনা, চর্চা ও প্রসারে অনন্য ভূমিকা রেখেছেন। তিনি ছিলেন বাংলা খেয়ালের প্রবর্তক। তিনি বাংলা চলচ্চিত্রের অসংখ্য জনপ্রিয় গানের সুরকার ও সংগীত পরিচালক ছিলেন।

ওস্তাদ আজাদ রহমানের সুর ও সংগীত পরিচালনায় ‘জন্ম আমার ধন্য হলো মাগো’ (কথা : নয়ীম গওহর) এবং ‘সংগ্রাম সংগ্রাম সংগ্রাম’ (কথা :ফজল-এ-খোদা)—এই গানগুলো উনসত্তরের গণ-অভ্যুত্থান ও একাত্তরের অসহযোগ আন্দোলনে সংগ্রামী গণমানুষকে অনুপ্রেরণা দিয়েছে। তিনি জাতীয় চলচ্চিত্র পুরস্কার, রবীন্দ্র ভারতী বিশ্ববিদ্যালয় কতৃক স্বর্নপদকসহ অসংখ্য পদকে ভূষিত হয়েছেন।

শিক্ষামন্ত্রী শোক বার্তা বলেন দেশবরেণ্য শিল্পী, সুরকার ও সংগীত পরিচালক আজাদ রহমানের মৃত্যুতে সংগীতাঙ্গনের এক অপূরণীয় ক্ষতি।

শোকবার্তায় শিক্ষামন্ত্রী মরহুম আজাদ রহমানের রুহের মাগফেরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।

  • সর্বশেষ
  • পঠিত