ঢাকা, সোমবার, ২৯ এপ্রিল ২০২৪, ১৬ বৈশাখ ১৪৩১ আপডেট : ৯ মিনিট আগে
শিরোনাম

হঠাৎ মাউশির জরুরি নির্দেশনা

  জার্নাল ডেস্ক

প্রকাশ : ০৪ জুলাই ২০২০, ২০:৫৫  
আপডেট :
 ০৪ জুলাই ২০২০, ২০:৫৮

হঠাৎ মাউশির জরুরি নির্দেশনা

রাজস্ব খাতভুক্ত ১০ম থেকে ২০তম গ্রেডের (পূর্বতন তৃতীয় ও চতুর্থ শ্রেণির) কর্মচারীদের অনলাইনে পিডিএস পূরণের নির্দেশনা দিয়েছে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর। আগামী ৭ জুলাই হতে ১৬ জুলাই-এর মধ্যে অনলাইনে স্বয়ংসম্পূর্ণ পিডিএস পূরণ করতে হবে।

গত বৃহস্পতিবার মাউশির ওয়েবসাইটে এক বিজ্ঞপ্তিতে এ নির্দেশনা দেয়া হয়েছে।

নির্দেশনায় বলা হয়, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের অধীনে কর্মরত রাজস্ব খাতভুক্ত কর্মচারীদের পিডিএস না থাকায় কর্মচারীদের সৃষ্ট ও শূন্য পদের সঠিক সংখ্যা নিরূপণ, নিয়োগ, বদলি, জ্যেষ্ঠতার তালিকা প্রণয়ন, পদোন্নতি, উচ্চতর গ্রেড প্রদান, প্রশিক্ষণসহ যাবতীয় কার্যক্রম পরিচালনার ক্ষেত্রে দীর্ঘসূত্রিতা দেখা দেয়।

এমতাবস্থায়, প্রস্তুতকৃত সফটওয়ারে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর এবং এর আওতাধীন দপ্তর ও সরকারি শিক্ষা প্রতিষ্ঠানসমূহে কর্মরত ১০ম থেকে ২০তম গ্রেডের (পূর্বতন তৃতীয় ও চতুর্থ শ্রেণির) রাজস্ব খাতভুক্ত কর্মচারীদের সংযুক্ত নির্দেশনার আলোকে আগামী ০৭ জুলাই হতে ১৬ জুলাই এর মধ্যে অনলাইনে স্বয়ংসম্পূর্ণ পিডিএস পূরণের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট সকলকে জানানো হলো।

বিজ্ঞপ্তিটি দেখতে ক্লিক করুন...

বাংলাদেশ জার্নাল/এনএইচ

  • সর্বশেষ
  • পঠিত