ঢাকা, সোমবার, ২৯ এপ্রিল ২০২৪, ১৬ বৈশাখ ১৪৩১ আপডেট : ৬ মিনিট আগে
শিরোনাম

জেলা শিক্ষা কর্মকর্তাদের কাছে ডিপিইর জরুরি চিঠি

  নিজস্ব প্রতিবেদক

প্রকাশ : ০৭ আগস্ট ২০২০, ১৬:৩৮

স্কুলের ‘বিতর্কিত ও হাস্যকর’ নাম পরিবর্তন হবে

দেশের বেশ কিছু প্রাথমিক বিদ্যালয়ের নাম শ্রুতিমধুর না। অনেক সময় এসব নাম বিভিন্ন মহলে হাস্যরসেরও সৃষ্টি করে। অনতিবিলম্বে এসব নাম পরিবর্তন করতে চায় অধিদপ্তর।

বৃহস্পতিবার প্রাথমিক শিক্ষা অধিদপ্তর থেকে যুগ্মসচিব খালিদ আহম্মেদ স্বাক্ষরিত এ সংক্রান্ত একটি চিঠি সব জেলা শিক্ষা কর্মকর্তার কাছে পাঠানো হয়েছে।

এতে বলা হয়, সারাদেশে এমন কিছু সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নাম আছে যা শ্রুতিমধুর নয় এবং ভাষা ও সংস্কৃতির সাথে সুশোভন না। এ নিয়ে বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে হাস্যরসের সৃষ্টি হচ্ছে। এরূপ বিদ্যালয়ের নাম পরিবর্তন করে দেশের ভাষা ও সাংস্কৃতির সাথে সামঞ্জস্য রেখে শোভনীয় নামকরণের প্রস্তাব যথাযথ প্রক্রিয়া অনুসরণ করে আগামী ৩০ আগস্ট, ২০২০ তারিখের মধ্যে অত্র অধিদপ্তরে পাঠানোর অনুরোধ করা হলো।

একই সাথে উদাহরণ হিসেবে জানানো হয়েছে, সম্প্রতি নীলফামারী সদর উপজেলার মানুষমারা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নাম পরিবর্তন করে মানুষগড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় করা হয়েছে।

প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের বিজ্ঞপ্তিটি দেখতে এখানে ক্লিক করুন

বাংলাদেশ জার্নাল/এইচকে/কেআই

  • সর্বশেষ
  • পঠিত