ঢাকা, সোমবার, ২৯ এপ্রিল ২০২৪, ১৬ বৈশাখ ১৪৩১ আপডেট : ১ ঘন্টা আগে
শিরোনাম

প্রাথমিক শিক্ষকদের ডিপিই’র জরুরি নির্দেশনা

  নিজস্ব প্রতিবেদক

প্রকাশ : ১৭ নভেম্বর ২০২০, ১১:১৩

প্রাথমিক শিক্ষকদের ডিপিই’র জরুরি নির্দেশনা

দেশের সকল প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকদের জরুরি নির্দেশনা দিয়েছে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর (ডিপিই)।

জানা যায়, করোনার কারণে এক স্থান থেকে অন্য স্থানে চলে যাওয়া শিক্ষার্থীদের যেকোনো সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ভর্তি নিতে নির্দেশ দেয়া হয়েছে।

সোমবার এই নির্দেশনা সকল শিক্ষা কর্মকর্তা ও বিদ্যালয়ের প্রধান শিক্ষকদের কাছে পাঠানো হয়েছে।

বিষয়টি নিশ্চিত করে ডিপিই মহাপরিচালক বলেন, ‘অনেকেই করোনার কারণে শহর থেকে গ্রামে চলে গেছে। তাদের অনেকেই আর শহরে ফিরবে না। এ অবস্থায় আমাদের শিক্ষার্থীদের যেন ভর্তি নিয়ে কোনো সমস্যা না হয় সেজন্য এই নির্দেশনা জারি করা হয়েছে।’

তিনি আরও বলেন, ‘এই নির্দেশনার ফলে স্থানান্তরিত হওয়া শিক্ষার্থীরা তাদের পছন্দমতো বিদ্যালয়ে ভর্তি হতে পারবে। যে যে ক্লাসে পড়ত, তার প্রমাণ দিয়ে নতুন বিদ‌্যালয়ে ভর্তি হতে হবে।’

ডিপিই’র মহাপরিচালক জানান, দেশের সব জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা ও সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকদের কাছে এ বিষয়ে নির্দেশনা পাঠানো হয়েছে।

প্রসঙ্গত, করোনা ভাইরাসের কারণে গত ১৮ মার্চ থেকে দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ আছে। বর্তমানে সংসদ টেলিভিশন, বাংলাদেশ বেতার ও কমিউনিটি রেডিওতে শ্রেণিপাঠ সম্প্রচার করা হচ্ছে।

বাংলাদেশ জার্নাল/কেআই

  • সর্বশেষ
  • পঠিত