ঢাকা, সোমবার, ২৯ এপ্রিল ২০২৪, ১৬ বৈশাখ ১৪৩১ আপডেট : ১০ মিনিট আগে
শিরোনাম

সরে যেতে ৫ মিনিট, নইলে অ্যাকশন

  জার্নাল ডেস্ক

প্রকাশ : ২৪ ফেব্রুয়ারি ২০২১, ১৩:৪৮

সরে যেতে ৫ মিনিট, নইলে অ্যাকশন

পরীক্ষা স্থগিতের প্রতিবাদে রাজধানীর নীলক্ষেত মোড়ে আন্দোলনরত শিক্ষার্থীদের সরে যেতে ৫ মিনিট সময় বেধে দিয়েছে পুলিশ। বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন ডিসি রমনা সাজ্জাদুর রহমান।

তিনি বলেন, আমরা ছাত্রদের ৫ মিনিটের মধ্যে সরে যেতে বলেছি। না হয় আমরা অ্যাকশনে যাবো। সন্ধ্যায় মিটিং হবে। আমার তাদের অনুরোধ করছি সরে যেতে। যানজট শুরু হয়ে গেছে। রাস্তা না ছাড়লে অ্যাকশনে গেলে ক্ষতিগ্রস্ত হবে শিক্ষার্থীরা।

এদিকে শিক্ষার্থীরা বলছেন, তাদের দাবি একটাই চলমান পরীক্ষার উপর স্থগিতাদেশ প্রত্যাহার করে পরীক্ষা নিতে হবে।

বুধবার সকাল ৯টা থেকে নীলক্ষেত মোড়ে অবস্থান নিয়ে বিক্ষোভ করছেন শিক্ষার্থীরা। এতে ওই সড়ক ও এর আশপাশের রাস্তায় যান চলাচল বন্ধ হয়ে যায়। ঢাকা বিশ্ববিদ্যালয় অধিভুক্ত সরকারি সাত কলেজের চলমান সব পরীক্ষা স্থগিতের প্রতিবাদে তারা এই বিক্ষোভ করছেন।

এর আগে মঙ্গলবার (২৩ ফেব্রুয়ারি) সন্ধ্যায় ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের সঙ্গে সাত কলেজের অধ্যক্ষদের বৈঠক হয়। বৈঠকে পরীক্ষা স্থগিতের সিদ্ধান্ত হয়।

সিদ্ধান্তের প্রতিবাদে রাতেই নীলক্ষেত মোড়ে প্রথমে মানববন্ধন করেন শিক্ষার্থীরা। এরপর তারা মোড়ে অবস্থান নেন। রাত ১০টা পর্যন্ত তারা সেখানে ছিলেন।

বাংলাদেশ জার্নাল/এমএম

  • সর্বশেষ
  • পঠিত