ঢাকা, মঙ্গলবার, ০৭ মে ২০২৪, ২৪ বৈশাখ ১৪৩১ আপডেট : ১ ঘন্টা আগে
শিরোনাম

জাবিতে দুই সপ্তাহের লকডাউন

  ক্যাম্পাস প্রতিবেদক

প্রকাশ : ০২ এপ্রিল ২০২১, ১৫:৩৪

জাবিতে দুই সপ্তাহের লকডাউন
সংগৃহীত ছবি

দেশে ফের করোনা সংক্রমণ বেড়ে যাওয়ায় দুই সপ্তাহের লকডাউনের সিদ্ধান্ত নিয়েছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়।

বৃহস্পতিবার বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেটের জরুরি সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়। ৫ এপ্রিল থেকে ১৮ এপ্রিল পর্যন্ত এ সিদ্ধান্ত নেয় বিশ্ববিদ্যালয় প্রশাসন।

বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক আমির হোসেন বলেন, বিশ্ববিদ্যালয়ের যেসব কার্যক্রম সশরীরে চলছে তা আগামী সোমবার থেকে অনলাইনে চলবে। অর্থাৎ বিশ্ববিদ্যালয়ের সব কার্যক্রমই সেদিন থেকে অনলাইনে চলবে। অফিস বন্ধ থাকায় শিক্ষক ও কর্মকর্তাদের জন্য পরিবহন ব্যবস্থাও বন্ধ থাকবে।

তিনি আরও বলেন, লকডাউন থাকাকালে বিশ্ববিদ্যালয়ের জরুরি সেবাসমূহ চালু থাকবে।

এছাড়া ক্যাম্পাসে প্রবেশাধিকার সীমিত থাকার পাশাপাশি জরুরি সেবায় নিয়োজিতদের স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে।

বাংলাদেশ জার্নাল/এমএস

  • সর্বশেষ
  • পঠিত