ঢাকা, সোমবার, ২৯ এপ্রিল ২০২৪, ১৬ বৈশাখ ১৪৩১ আপডেট : ২৪ মিনিট আগে
শিরোনাম

একাডেমিক কার্যক্রমের অনুমোদন পেলো রবীন্দ্র সৃজনকলা বিশ্ববিদ্যালয়

  নিজস্ব প্রতিবেদক

প্রকাশ : ০৫ এপ্রিল ২০২১, ১৯:৪২  
আপডেট :
 ০৫ এপ্রিল ২০২১, ১৯:৪৩

অনুমোদন পেলো রবীন্দ্র সৃজনকলা বিশ্ববিদ্যালয়

শর্তসাপেক্ষে একাডেমিক কার্যক্রম পরিচালনার অনুমোদন পেয়েছে রবীন্দ্র সৃজনকলা বিশ্ববিদ্যালয়। সোমবার বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) ওয়েবাসাইটে এ সংক্রান্ত নির্দেশনা প্রকাশিত হয়েছে।

নির্দেশনায় বলা হয়েছে, প্রথমে ব্যাচেলর অব বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন (বিবিএ), ফ্যাশন ডিজাইন, সংগীত এবং থিয়েটার—এ চারটি বিষয়ে শিক্ষা কার্যক্রম শুরু করবে বিশ্ববিদ্যালয়টি।

বেসরকারি এ বিশ্ববিদ্যালয়ের শিক্ষা কার্যক্রম পরিচালনায় ইউজিসির বিদ্যমান আইন মানতে হবে এবং অনুমোদিত ক্যাম্পাস থাকতে হবে। আগামী ৬ জুনের মধ্যে বিশ্ববিদ্যালয়ের যাবতীয় কার্যক্রম স্থায়ী ক্যাম্পাসে স্থানান্তর করতে হবে। ডুয়েল (দুই) সেমিস্টারের ভিত্তিতে চারটি প্রোগ্রামের শিক্ষা কার্যক্রম শুরু করা যাবে।

রবীন্দ্র সৃজনকলা বিশ্ববিদ্যালয় স্থাপন ও পরিচালনার সাময়িক অনুমোদন দিয়েছে সরকার। এর পরিপ্রেক্ষিতে শিক্ষা কার্যক্রম পরিচালনার আবেদন জানায় বিশ্ববিদ্যালয়টি। এরপর গত ২৫ ফেব্রুয়ারি সরেজমিন পরিদর্শন করা হয়। পরিদর্শন প্রতিবেদনের ভিত্তিতে শর্তসাপেক্ষে শিক্ষা কার্যক্রম পরিচালনার অনুমোদন দেওয়া হলো।

উল্লেখ্য, রবীন্দ্র সৃজনকলা বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠাতা প্রয়াত শিক্ষাবিদ অধ্যাপক আনিসুজ্জামান। ২০১৬ সালের জুন মাসে এ বিশ্ববিদ্যালয়ের অনুমোদন দেয় সরকার। ঢাকার অদূরে কেরানীগঞ্জে এ বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস হবে।

একে/এনএইচ

  • সর্বশেষ
  • পঠিত