প্রকাশ : ০৮ এপ্রিল ২০২১, ২০:৫৩
প্রাথমিকের দুই শিক্ষা কর্মকর্তাকে স্ট্যান্ড রিলিজ
দুই সহকারী উপজেলা শিক্ষা কর্মকর্তাকে স্ট্যান্ড রিলিজ করেছে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর। এই দুই কর্মকর্তা হলেন রাজন কুমার সাহা ও মহিউদ্দিন আহমেদ ভূইঁয়া।
|আরো খবর
বৃহস্পতিবার প্রাথমিক শিক্ষা অধিদপ্তর এক অফিস আদেশে এ তথ্য জানিয়েছে। এতে স্বাক্ষর করেন সহকারী পরিচালক (প্রশাসন) মো. আব্দুল আলীম।
আদেশে বলা হয়, মৌলভীবাজার জুড়ী উপজেলার সহকারী উপজেলা শিক্ষা কর্মকর্তা রাজন কুমার সাহাকে সুনামগঞ্জ উপজেলা শিক্ষা অফিসে এবং মহিউদ্দিন আহমেদ ভূইঁয়াকে মৌলভীবাজার জুড়ি উপজেলায় বদলি করা হলো।
আদেশে আরো বলা হয়, কর্মকর্তাগণ ৭ এপ্রিলের মধ্যে দায়িত্বভার হস্তানর করবেন। অন্যথায় ৮ এপ্রিল থেকে স্ট্যান্ড রিলিজ বলে গণ্য হবে।
বদলির আদেশটি জনস্বার্থে করা হয়েছে এবং এ বিষয়ে যথাযথ কর্তৃপক্ষের অনুমোদন রয়েছে বলেও জানানো হয়।
বাংলাদেশ জার্নাল/একে/ওয়াইএ