ঢাকা, সোমবার, ২৯ এপ্রিল ২০২৪, ১৬ বৈশাখ ১৪৩১ আপডেট : ১৯ মিনিট আগে
শিরোনাম

টিএসসিতে বহুতল ভবন চান না প্রধানমন্ত্রী, নতুন নকশার পরামর্শ

  নিজস্ব প্রতিবেদক

প্রকাশ : ২২ জুন ২০২১, ১৯:৩৩

টিএসসিতে বহুতল ভবন চান না প্রধানমন্ত্রী, নতুন নকশার পরামর্শ

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক কেন্দ্রে (টিএসসি) বহুতল ভবন তৈরি না করে, ঐতিহ্যের সঙ্গে মিল রেখে নতুন নকশা প্রণয়নের পরামর্শ দিয়েছেন প্রধানমন্ত্রী। ঢাবির উপ-উপাচার্য অধ্যাপক ড. মুহাম্মদ সামাদ এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ টিএসসি পুননির্মাণের পরিকল্পনার তিনটি নকশা প্রধানমন্ত্রীর কাছে উপস্থাপন করলে তিনি এই পরামর্শ দেন।

উপ-উপাচার্য অধ্যাপক ড. মুহাম্মদ সামাদ আরও জানান, প্রধানমন্ত্রী বলেছেন , প্রাচীন কাঠামো অটুট রেখে এবং বর্তমান ছাত্র ও শিক্ষকের সংখ্যার ওপর ভিত্তি করে আধুনিক সুযোগ-সুবিধাসহ টিএসসি পুনর্নির্মাণের নির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী। এ ছাড়া, টিএসসির খোলা সবুজ চত্ত্বর এবং এর সামনের খোলা জায়গার আয়তন বাড়াতে বলেছেন তিনি। পাশাপাশি, একটি আধুনিক অডিটোরিয়াম নির্মাণেরও নির্দেশনা দিয়েছেন।

বর্তমান টিএসসি ভবন সংস্কার করা হলে তা কেবল ২৫ বছরের মতো টিকবে। এরপর এটিকে ভেঙে ফলতে হবে। তাই সংস্কারের বদলে নতুন করে টিএসসি নির্মাণের নির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী।

ড. মুহাম্মদ সামাদ জানান, স্থাপত্য অধিদপ্তরের করা তিনটি নকশা প্রধানমন্ত্রীর কাছে উপস্থাপন করা হয়েছিল। কিন্তু, তিনি পছন্দ না করায় এগুলো বাতিল হয়ে গেছে । প্রধানমন্ত্রীর পরামর্শের ওপর ভিত্তি করে নতুন একটি নকশা তৈরি করা হবে। তিনি অনুমোদন দিলে ওই নকশা চূড়ান্ত করা হবে।

এ ছাড়া প্রধানমন্ত্রী টিএসসির সুইমিং পুলের পাশে একটি ১০তলা ভবন নির্মাণের পরিকল্পনাও বাতিল করে বলেও তিনি জানান।

সংশ্লিষ্টরা জানিয়েছেন, নতুন নকশায় টিএসসির সামাজিক-সাংস্কৃতিক সংগঠনগুলোর জন্য পৃথক কক্ষ, ক্যাফেটেরিয়া, শিক্ষক লাউঞ্জ, পুরুষ ও নারী শিক্ষার্থীদের জন্য পৃথক নামাজ কক্ষ ও ব্যায়ামাগার, ওয়াশরুম ও গাড়ি পার্কিং সুবিধা রাখা হবে।

বাংলাদেশ জার্নাল-ওআই

  • সর্বশেষ
  • পঠিত