ঢাকা, রোববার, ২৮ এপ্রিল ২০২৪, ১৫ বৈশাখ ১৪৩১ আপডেট : ৯ মিনিট আগে
শিরোনাম

ঢাবিতে কাওয়ালী-প্রতিবাদী গানে হামলার প্রতিবাদ ‘সিলসিলা’ ব্যান্ডের

  ঢাবি প্রতিনিধি

প্রকাশ : ১৩ জানুয়ারি ২০২২, ২২:১৩

ঢাবিতে কাওয়ালী-প্রতিবাদী গানে হামলার প্রতিবাদ ‘সিলসিলা’ ব্যান্ডের
ছবি: প্রতিনিধি

গতকাল বুধবারের ‘টিএসসির কাওয়ালী’ অনুষ্ঠানে হামলার প্রতিবাদে ঢাকা বিশ্ববিদ্যালয় টিএসসির পায়রা চত্বরে কাওয়ালী ও প্রতিবাদী গানের অনুষ্ঠান আয়োজন করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কাওয়ালী ব্যান্ড ‘সিলসিলা’।

বৃহস্পতিবার সন্ধ্যা ৬ টা থেকে সাড়ে ৭ টা পর্যন্ত এই অনুষ্ঠান চলে।

অনুষ্ঠানে সিলসিলা ব্যান্ডের সদস্যরা তু কুজা মান কুজা, কুন ফায়াকুন, দামা দাম মাস্ত কালান্দারসহ বেশ কিছু উর্দু ও বাংলা গান পরিবেশন করেন। এছাড়াও অনুষ্ঠানে রণ সঙ্গীতের কয়েকটি কবিতার ম্যাশাপও পরিবেশন করা হয়।

অনুষ্ঠান শেষে সিলসিলা ব্যান্ডের প্রতিষ্ঠাতা লুৎফর রহমান বলেন, ‘গতকালকে আমাদের যে কাওয়ালীর অয়োজন ছিল তাতে কতিপয় চিহ্নিত দুর্বৃত্তরা হামলা চালায়। সেই হামলার প্রতিবাদেই আজকে আমাদের এই আয়োজন। আমরা তাদের জানিয়ে দিতে চাই যে হামলা করে সংস্কৃতি ও সুন্দরের যাত্রাকে থামিয়ে দেওয়া যায় না। আজকে সকলের সাড়া পেয়ে আমরা অভিভূত।’

গতকালকের হামলার বিরুদ্ধে কোনো আইনী ব্যবস্থা নেওয়া হয়েছে কি না জিজ্ঞেস করা হলে তিনি বলেন, ‘বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের নিরাপত্তার দায়িত্ব প্রশাসনের। প্রক্টর প্রতিবারের মতো এবারও আমাদের বিষয়টি এড়িয়ে গেছেন। আমরা আমাদের উপরে হামলার প্রতিবাদ সুরে সুরে করেছি।’

অনুষ্ঠানের শেষে প্রত্যেক বৃহস্পতিবার বিশ্ববিদ্যালয়ের টিএসসিতে কাওয়ালী সন্ধ্যা করার ঘোষণা দেয় ব্যান্ডদলটি।

বাংলাদেশ জার্নাল/এএম

  • সর্বশেষ
  • পঠিত