ঢাকা, রোববার, ২৮ এপ্রিল ২০২৪, ১৫ বৈশাখ ১৪৩১ আপডেট : ১০ মিনিট আগে
শিরোনাম

ঢাবিতে গেস্টরুমে নির্যাতনের প্রতিবাদ

  ঢাবি প্রতিনিধি

প্রকাশ : ২৭ জানুয়ারি ২০২২, ১৭:১৩

ঢাবিতে গেস্টরুমে নির্যাতনের প্রতিবাদ
ছবি- প্রতিনিধি

ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিজয় একাত্তর হলের ২০২০-২১ সেশনের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের শিক্ষার্থী অকতারুল ইসলামের ওপর গেস্টরুমে নির্যাতনের প্রতিবাদে মানববন্ধন করেছে একই সেশনের একদল শিক্ষার্থী।

বুধবার বিকাল সাড়ে ৪টার দিকে বিশ্ববিদ্যালয়ের সন্ত্রাসবিরোধী রাজু ভাস্কর্যের পাদদেশে এই মানববন্ধন কর্মসূচি পালিত হয়। কর্মসূচিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ২০২০-২১ সেশনের প্রথম বর্ষের অন্তত ২০ জন শিক্ষার্থী উপস্থিত ছিলেন।

আন্দোলনরত দর্শন বিভাগের শিক্ষার্থী নাফিসা ইসলাম সাকাফি বলেন, ‘গেস্টরুমের নামে যে নির্যাতন-নিপীড়ন হয় আমরা সেটার তীব্র নিন্দা জানাই। আমাদের দাবি, আমাদের বন্ধু আকতারুল ইসলামের ওপর যারা নির্যাতন চালিয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে তাদের ছাত্রত্ব বাতিল হোক। আমরা সবাই ম্যানার শিখেই এই ঢাকা বিশ্ববিদ্যালয়ে এসেছি। প্রশাসনের প্রতি অনুরোধ, ম্যানার শেখানোর নামে গেস্টরুমে যে নির্যাতন করার প্রথা চালু আছে, আমরা সেটার প্রতিকার চাই।’

আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের শিক্ষার্থী রিফাত রশিদ বলেন, ‘আমরা ভেবেছি বিশ্ববিদ্যালয়ে এসে আমরা একটি শিক্ষামুখর পরিবেশে আনন্দের সাথে লেখাপড়া করবো। ঢাকা শহরে আমাদের থাকার জায়গা নেই, উন্নত মেসে-ফ্ল্যাটে থাকার মতো আমাদের বাবার টাকা নেই বলেই বাধ্য হয়ে হলে থাকি। তার বিনিময়ে আমরা পাই টর্চার, নির্যাতন। আমরা তো এখানে মেধার পরিচয় দিয়ে স্ট্রাগল করেই এসেছি। আমাদের দাবি, গেস্টরুমের নামে যে টর্চার, নির্যাতন হয় সেটা বন্ধ করা হোক।’

আন্দোলনকারীরা অভিযুক্ত ছাত্রদের ছাত্রত্ব বাতিল ও বিশ্ববিদ্যালয় থেকে গেস্টরুম প্রথা নির্মূলের দাবি জানান।

বাংলাদেশ জার্নাল/এসকে

  • সর্বশেষ
  • পঠিত