ঢাকা, শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১ আপডেট : ১৬ মিনিট আগে
শিরোনাম

প্রধান শিক্ষকদের পদায়ন করবেন শিক্ষা কর্মকর্তা

প্রধান শিক্ষকদের পদায়ন করবেন শিক্ষা কর্মকর্তা
ফাইল ছবি

সরকারি প্রাথমিক বিদ্যালয়ে চলতি দায়িত্ব প্রধান শিক্ষক পদায়ন করবেন সংশ্লিষ্ট প্রাথমিক জেলা শিক্ষা কর্মকর্তারা। শিক্ষক পদায়ন কার্যক্রমের গতি বাড়াতে এ সিদ্ধান্ত নেয়া হয়।

রোববার প্রাথমিক শিক্ষা অধিদফতরের বিজ্ঞপ্তিতে বলা হয়, প্রধান শিক্ষক পদে চলতি দায়িত্বপ্রাপ্ত শিক্ষকদের পদায়ন প্রাথমিক শিক্ষা অধিদপ্তর করে আসছিল। তবে এখন থেকে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের নির্দেশে এ দায়িত্ব সংশ্লিষ্ট জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তার ওপর দেয়ার সিদ্ধান্ত নেয়া হয়েছে।

নির্দেশনায় জুড়ে দেয়া শর্তে বলা হয়েছে, চলতি দায়িত্বে প্রধান শিক্ষক পদায়নে জ্যেষ্ঠতার ভিত্তিতে দায়িত্ব প্রদান করতে হবে, এটি পদোন্নতি হিসেবে গণ্য হবে না, দায়িত্বপ্রাপ্ত শিক্ষকরা নিজ বেতন স্কেলে বেতন-ভাতা পাবেন, শূন্য পদের চলতি দায়িত্ব প্রদান করতে হবে, এ দায়িত্ব প্রদানে সর্বোচ্চ সতর্কতা ও স্বচ্ছতা বজায় রাখতে হবে। কোনো অনিয়ম হলে তার জন্য দায়ী করা হবে প্রাথমিক জেলা শিক্ষা কর্মকর্তাকে।

আরো খবর:

২৬৬৫ শিক্ষকের জাতীয়করণের গেজেট প্রকাশ

ডাক্তার হওয়া হলো না আশনার

বৃথা যায়নি কৃষক বাবার কষ্ট, ছেলে এখন বিসিএস ক্যাডার

জেডএইচ/

  • সর্বশেষ
  • পঠিত