ঢাকা, সোমবার, ০৬ মে ২০২৪, ২৩ বৈশাখ ১৪৩১ আপডেট : ১৫ মিনিট আগে
শিরোনাম

বিসিএস ক্যাডারদের জ্যেষ্ঠতা নির্ধারণে নতুন প্রক্রিয়া

বিসিএস ক্যাডারদের জ্যেষ্ঠতা নির্ধারণে নতুন প্রক্রিয়া

বিসিএস ক্যাডার কর্মকর্তাদের জ্যেষ্ঠতা নির্ধারণ প্রক্রিয়ায় পরিবর্তন আসছে। এবার পরীক্ষার ফলাফলের সাথে প্রশিক্ষণের ফলাফলও যোগ হচ্ছে। এমন বিধান রেখেই বাংলাদেশ সিভিল সার্ভিস জ্যেষ্ঠতা বিধিমালা-১৯৮৩ সংশোধন হচ্ছে।

ইতোমধ্যেই জনপ্রশাসন মন্ত্রণালয় সংশোধনীর খসড়া তৈরি করেছে। এখন যাবতীয় প্রশাসনিক প্রক্রিয়া শেষ করে সংশোধনী আনা হবে।

নতুন প্রস্তাবনায় উল্লেখ করা হয়েছে, বিসিএস নিয়োগকালীন পরীক্ষার ফলের সঙ্গে বিভিন্ন প্রশিক্ষণের সমন্বয়ে তাদের জ্যেষ্ঠতা নির্ধারণ করা হবে। এক্ষেত্রে নম্বর নির্ধারণ করা হবে পরীক্ষার ৬০ শতাংশ আর বিভিন্ন প্রশিক্ষণে ৪০ শতাংশ। প্রশিক্ষণ ও পরীক্ষার উপর নির্ধারিত নম্বরের ভিত্তিতে তাদের ক্যাডার জ্যেষ্ঠতা নির্ধারণ করা হবে। বর্তমানে শুধুমাত্র জ্যেষ্ঠতা নির্ধারণ করা হয় বিসিএস পরীক্ষার ফলের উপর ভিত্তি করে।

আরো খবর: ডিপ্লোমা পরীক্ষা স্থগিত করল হাইকোর্ট

এ ব্যাপারে জনপ্রশাসন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মো. মোয়াজ্জেম হোসেন বলেন, এ বিষয়ে বিধিমালা সংশোধনের বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে। এতে বিধিগত কোন জটিলতা আছে কি-না তা খুঁটিয়ে দেখা হচ্ছে।

আরো খবর: চতুর্দশ শিক্ষক নিবন্ধন পরীক্ষার ফল যে কোনো সময়

জেডএইচ/

  • সর্বশেষ
  • পঠিত